Hrithik Roshan: চোখেমুখে ভয় স্পষ্ট! হৃতিকের ছেলেকে রীতিমতো ধাওয়া করে, ফাঁস ভয়ঙ্কর ভিডিও

হৃদান রোশন, হৃতিক ও সুজান খানের ছোট ছেলে। ২০০০ সালে বিয়ে করেন তাঁরা। এই দম্পতি ২০০৬ ও ২০০৮ সালে যথাক্রমে হৃহান ও হৃদানের জন্ম দেন। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হলেও তারা সন্তানদের মিলিতভাবে বড় করছেন...

হৃদান রোশন, হৃতিক ও সুজান খানের ছোট ছেলে। ২০০০ সালে বিয়ে করেন তাঁরা। এই দম্পতি ২০০৬ ও ২০০৮ সালে যথাক্রমে হৃহান ও হৃদানের জন্ম দেন। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হলেও তারা সন্তানদের মিলিতভাবে বড় করছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
hri

১৭ বছরের ছেলেটার সঙ্গে যা হল...

বলিউড অভিনেতা হৃতিক রোশনের ছোট ছেলে হৃদান রোশন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন, কিন্তু এবার নিজের কাজের জন্য নয়, বরং একটি 'অস্বস্তিকর' ভিডিওর কারণে। বুধবার মুম্বাইয়ে একদল পাপারাজ্জি তাকে গাড়িতে ওঠার আগ পর্যন্ত ধাওয়া করে, এবং সেই মুহূর্তটি ভিডিওতে ধরা পড়তেই তা ভাইরাল হয়ে যায়।

Advertisment

ভিডিওতে দেখা যায়, হৃদান একটি কমপ্লেক্স থেকে বের হওয়ার পর হঠাৎ বেশ অবাক হয়ে পড়ে। কারো সঙ্গে আলাপ না করেই দ্রুত গাড়ির দিকে হাঁটতে শুরু করে সে। কিন্তু পাপারাজ্জিরা থেমে থাকেনি। তারা তাকে অনুসরণ করতে থাকে, এবং এক পর্যায়ে তাকে তাড়া করা শুরু করে। একজন আলোকচিত্রীকে বলতে শোনা যায়, "আরে ধর একে"—যা শুনে অনেকেই ক্ষুব্ধ। এই ঘটনার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। 

Entertainment News: হাত ছেড়ে পরলোকে অভিনেতার কাছের মানুষ, শোকে পাথর কিংবদন্তি

Advertisment

একজন ব্যবহারকারী লেখেন, "অপ্রাপ্তবয়স্কদের পিছু নেওয়া একেবারেই অনুচিত। পাপারাজ্জিদের এ বিষয়ে পুলিশি হস্তক্ষেপ দরকার।" আরেকজন মন্তব্য করেন, "এটি শিশুর নিরাপত্তা লঙ্ঘন করা বলে। এটা স্পষ্ট যে ওকে আতঙ্ক ঘিরে ধরে ছিল।" অনেকে তো ফটোগ্রাফারদের সরাসরি ‘রক্তাক্ত শকুন’ বলেও ট্যাগ করেছেন।

হৃদান রোশন, হৃতিক ও সুজান খানের ছোট ছেলে। ২০০০ সালে বিয়ে করেন তাঁরা। এই দম্পতি ২০০৬ ও ২০০৮ সালে যথাক্রমে হৃহান ও হৃদানের জন্ম দেন। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হলেও তারা সন্তানদের মিলিতভাবে বড় করছেন। বর্তমানে হৃতিক অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন, আর সুজান প্রেম করছেন অভিনেতা আরসলান গনির সঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুজান বলেন, “হৃদান ছোটবেলা থেকেই একজন শিল্পী। ওর মধ্যে আর্টের প্রতি একটা স্বাভাবিক টান আছে। আর হৃহান সঙ্গীত নিয়ে খুব আগ্রহী এবং এখন বার্কলি কলেজ অফ মিউজিকে পড়ছে।” তিনি আরও বলেন, “আমাদের সম্পর্ক যাই হোক না কেন, সন্তানদের মধ্যে ভারতীয় শিল্প-সংস্কৃতি ও মূল্যবোধ গেঁথে দেওয়াই আমাদের লক্ষ্য।” তবে।  এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে- সেলিব্রিটিদের সন্তানদের কি আদৌ গোপনীয়তা পাওয়ার অধিকার আছে? বিশেষ করে যখন তারা এখনও প্রাপ্তবয়স্ক নয়?

Hrithik Roshan Entertainment News Entertainment News Today Bollywood Actor