গতকালই জানা গিয়েছিলেন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা ইরফান খান।
ইরফানের মুখপাত্র এদিন বলেন, ''হ্যাঁ, এটা সত্যি যে ইরফান খান কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে রয়েছেন। কোলনে সংক্রমণের কারণেই ভর্তি হয়েছেন তিনি। ওনার অবস্থা ঠিক সময়ে প্রত্যেককে জানানো হবে। আপাতত চিকিত্সকদের তত্ত্বাবধানেই রয়েছেন ইরফান। শক্তি ও সাহসে ভর করেই লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। আপনাদের প্রার্থনায় আশা করছি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।''
আরও পড়ুন, ঘোর অনিশ্চয়তায় বিনোদন জগৎ! শুটিং চালু হওয়া প্রসঙ্গে কী ভাবছেন শিল্পীরা
মঙ্গলবার অভিনেতার মৃত্যু সংক্রান্ত কিছু ভুয়ো তথ্য দেখা গিয়েছিল অনলাইনে। এদিন আরও একটি বিবৃতিতে ইরফানের মুখপাত্র বলেন, ''ইরফানের স্বাস্থ্য সম্পর্কে যে চরম বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছে তা সত্যিই হতাশাব্যঞ্জক। মানুষ ওর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, আমরা এটা জানতে পেরে খুশি। তবুও কিছু জায়গায় গুজব ছড়িয়ে পড়ছে এবং আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে দেখে আশাহত হয়েছি। ইরফান শক্তি এবং সাহস নিয়ে এখনও লড়াই করছেন। আমরা অনুরোধ করছি যে গুজবে প্রভাবিত হবেন না। আমরা তাঁর স্বাস্থ্য সম্পর্কে আপনাদের অবগত করে যাব।''
২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত হন ইরফান। লন্ডনে গিয়ে তার চিকিতসাও করাচ্ছেন অভিনেতা। সম্প্রতি আংরেজি মিডিয়াম ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে শারীরিক অসুস্থতার কারণে ছবির প্রচারে আসতে পারেননি ইরফান।
আরও পড়ুন, ইরফানের পথেই হাঁটলেন ‘গোল্ডম্যান’ ঋষি
শনিবার জয়পুরে প্রয়াত হয়েছেন ইরফানের মা সঈদা বেগম (৯৫)। লকডাউনে জেরে তাঁর শেষকৃত্যেও যেতে পারেননি অভিনেতা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন