Advertisment
Presenting Partner
Desktop GIF

প্রয়াত অভিনেতা ইরফান খান

বুধবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে প্রয়াত হলেন অভিনেতা ইরফান খান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রয়াত ইরফান খান (১৯৬৭-২০২০)।

বুধবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে প্রয়াত হলেন অভিনেতা ইরফান খান।মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৩ বছর।

Advertisment

ইরফানের মুখপাত্র এদিন একটি বিবৃতিতে বলেন, ''আমি নিজেকে সমর্পন করে দিলাম। এই কথাগুলোই ইরফান বলেছিলেন ২০১৮ সালে যখন তাঁর ক্যানসারের কথা প্রকাশ্যে আসে এবং তাঁর লড়াই শুরু হয়। আজকে আমরা জানাচ্ছি যে অভিনেতা ইরফান খান চলে গেলেন। ইরফান মনের জোরে চলতেন, সাহসী মানুষ ছিলেন, শেষপর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন। তাঁর সংস্পর্শে যে সমস্ত মানুষেরা এসেছেন তাদের সবসময় উদ্বুদ্ধ করতেন।''

''বিরল ক্যান্সারে আক্রান্ত এই খবর যেন ২০১৮ সালে বজ্রাঘাতের মতে আছড়ে পড়েছিল ইরফানের জীবনে। তখন থেকেই লড়াই শুরু করেছিলেন। তার ভালোবাসার মানুষদের দিয়ে ঘেরা ছিলেন। তাঁর পরিবারের প্রতি তিনি সবচেয়ে যত্নবান ছিলেন। তিনি চলে গেলেন পিছনে রেখে গেলেন তাঁর উত্তরাধিকার। আমরা সকলেই প্রার্থনা করি এবং আশা করি তিনি শান্তিতে আছেন। তাঁর কথাতেই বলতে হয়, যেন প্রথমবার জীবনকে উপলব্ধি করছি, তার ম্যাজিকাল রূপ আস্বাদন করছি''

আরও পড়ুন, ইরফানের পথেই হাঁটলেন ‘গোল্ডম্যান’ ঋষি

পরিচালক সুজিত সরকার টুইট করে খবরটি জানান। টুইটে তিনি লেখেন, আমার পরম বন্ধু ইরফান। তুমি লড়াই, শুধু লড়াই এবং শুধু লড়াই করে গেলে। তোমাকে নিয়ে সবসময় গর্বিত...আবার দেখা হবে..সুতপা দি ও বাবলিকে সমবেদনা...আপনিও লড়াই করেছেন, সুতপা আপনি এই লড়াইয়ে সব কিছু সম্ভব করে দিয়েছিলেন। শান্তি ও ওম শান্তি। ইরফান খান সালাম। ”

২৮ এপ্রিল কোলনের সংক্রমণ নিয়ে কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন। তারপরেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে অবশেষে ২৯ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Irrfan Khan
Advertisment