Advertisment

প্রয়াত বলিউডের 'সুরমা ভোপালি', অভিনেতা জগদীপ

বুধবার প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জগদীপ। বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বুধবার মুম্বইয়ে জীবনাবসান হল বর্ষীয়ান অভিনেতা জগদীপের। বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ খবর নিশ্চিত করে জানিয়েছেন অভিনেতা নাসির।

Advertisment

রমেশ সিপ্পির ছবি শোলে-র সুরমা ভোপালি চরিত্রেই জন্যই সবথেকে বেশি জনপ্রিয় ছিলেন জগদীপ। ছবিতে তাঁর কণ্ঠে বিখ্যাত সংলাপ মেরা নাম সুরমা ভোপালি অ্যায়সে হি নেহি হ্যায় এখনও অনুরাগীদের মনে গেঁথে রয়েছে।

কমেডি ছবি আন্দাজ আপনা আপনা-য় সলমন খানের বাবা বাঁকেলালের ভূমিকাতেও তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। বেশিরভাগ ছবিতে কৌতুক চরিত্রেই ধরা দিয়েছেন অভিনেতা। রামসে ব্রাদার্সের হরর ছবি পুরানা মন্দির-এও কাজ করেছেন তিনি। কুরবানি এবং শাহেনশাহ-র মতো ছবিতে জগদীপের অভিনয় নজর কেড়েছিল।

আরও পড়ুন, সুশান্ত মৃত্যু বিতর্কে মহেশের পাশে সোনি, একহাত নিলেন নেটিজেনদের

১৯৮৮ সালে পরিচালক হিসাবে তৈরি করেছিলেন ছবি সুরমা ভোপালি। শোলে ছবিতে নিজের অভিনীত চরিত্রকে মেরুদণ্ড করেই বেঁধেছিলেন চিত্রনাট্য। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ও করেছিলেন নিজে। অমিতাভ বচ্চন, ধমেন্দ্র এবং রেখা ছবিতে অতিথি শিল্পী হিসাবে কাজ করেন।

শিশুশিল্পী হিসাবে জগদীপকে দেখা গিয়েছে বিমল রায়ের দো বিঘা জমিন, কা আব্বাস মুন্না এবং গুরু দত্তর আর পার ছবিতে। ছয় দশকের লম্বা কেরিয়ারে প্রায় ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন জগদীপ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood
Advertisment