Advertisment

Jeetu Kamal: 'সন্দীপ কাকার বাবা-মা কি জানতো বড়ো হয়ে তার ছেলে..?' জুনিয়র ডাক্তারদের কাছে করজোড়ে কাতর আর্জি জিতুর

Jeetu Kamal on Sandip Ghosh: সন্দীপ ঘোষের সম্পর্কে জিতুর জিজ্ঞাস্যর শেষ নেই। কিন্তু, তাঁর পাশাপাশি জুনিয়র ডাক্তারদের কাছে কী দাবি রাখলেন অভিনেতা?

author-image
Anurupa Chakraborty
New Update
jeetu sandip

Jeetu Kamal on Sandip: অভিযুক্তকে নিয়ে কী বলছেন জিতু?

 
আরজি কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। বিশেষ করে সিবিআই গ্রেফতারির পর থেকে নানা তথ্য উঠে আসছে তাঁকে নিয়ে। তবে এবার তাঁর ডাক্তারির রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করা হয়েছে।

Advertisment

পদ গিয়েছিল আগেই, তারপর আবার রেজিস্ট্রেশন! সন্দীপ ঘোষকে নিয়ে বারবার টলিপাড়ার অনেক তারকাই মন্তব্য করেছে। তাঁর মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায় এমনকি জিতু কমল অন্যতম। আর জিতু প্রথম দিন থেকেই এই কাণ্ডে আওয়াজ তুলেছেন। তাঁর প্রতিটা কথা যেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে, এমন মন্তব্যও করেন তিনি। আর এবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হতেই তিনি বেশ কিছু প্রশ্ন করলেন... তাঁর কথায়....

কী বলছেন জিতু? 

"সন্দীপ কাকা যখন ছোট ছিল, তখন সন্দীপ কাকার বাবা-মা কি জানতো বড়ো হয়ে তার ছেলে রেজিস্ট্রেশন খোঁয়াবে??? কত কষ্ট করে সন্দীপ কাকার বাবা-মা সন্দীপ কাকাকে ডাক্তার তৈরি করেছিলেন।" চিকিৎসাক্ষেত্রে একজন ডাক্তারের এহেন কান্ড যেন চোখ কপালে তুলেছে বেশিরভাগের। যিনি চিকিৎসা করেন, তাঁর এত ভয়ঙ্কর স্বভাব দেখে ভয়ার্ত স্ত্রী পুরুষ নির্বিশেষে। আর জিতু আরও বলেন...

জিতুর পোস্ট 

আরও পড়ুন -   Arijit Singh: 'কলকাতায় যান, এটা সঠিক জায়গা নয়...', অরিজিৎকে 'আর কবে' গাওয়ার অনুরোধ করতেই ধমক দিলেন শিল্পী!

"তাই এখনকার জুনিয়ার ডাক্তারদের আমার একটাই অনুরোধ থাকলো,তোমরাও যখন ডাক্তার হবে গরিব মানুষের কথা চিন্তা করো,মানুষের সেবা-শুশ্রূষার কথা চিন্তা করো। একটু ভালো ব্যবহার করো রুগি আর রুগীর পরিবারের সঙ্গে, সে সময় তারা নিরুপায় থাকে তাই তোমাদের হাতে-পায়ে ধরে..."

উল্লেখ্য, যেমন তিনি আন্দোলনে নেমেছেন, তেমনই সমাজ মাধ্যমে কলম ধরেছেন। জিতু নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্য কথাও শুনেছেন। কেউ কেউ তাঁকে এমনও বলছেন, যে সত্যি কথা বলার জন্য তাঁকে মাশুল না গুনতে হয়।

tollywood Jeetu Kamal tollywood news RG Kar Medical College sandip ghosh RG Kar Case
Advertisment