/indian-express-bangla/media/media_files/2025/08/26/joy-2025-08-26-15-35-45.png)
যা জবাব দিলেন জয়জিৎ
নাম বিভ্রাটের জেরে অনেকেই এমন আছেন, ময়ে নিজেই নিজের মৃত্যুর খবর কানে শুনেছেন। ঠিক তেমনই একজন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। এই অভিনেতা সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়। এবং তিনি নিজের মনের যেকোনও কথাই সমাজ মাধ্যমে বলে থাকেন। এবারও তাঁর ব্যতিক্রম না। বরং গতকাল একরকম তাঁকেই মেরে ফেলা হয়েছিল!
অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছেন গতকাল। তিনি বাংলা ছবির এমন এক সুদর্শন নায়ক, যিনি হাতে গোনা কয়েকটা ছবি করেছেন, তবে সেগুলি আজও দর্শক মনে রেখেছেন। আর তাঁর মৃত্যু ঘিরেই টলিপাড়ার বুকে শোকের পরিবেশ। কিন্তু, তাঁর মাঝেই অভিনেতা জয়জিৎ-কে নাকি অনেকেই জিজ্ঞেস করেছেন তিনি বেঁচে আছেন কিনা? গতকাল জয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শোকবার্তা দিতে গিয়েই তিনি সমাজ মাধ্যমে লেখেন...
Vivek Agnihotri-The Bengal Files: 'তছনচ হয়ে যাবে আশ্রম..', বাংলার বাউলশিল্পী কেন একথা বলেন বিবেককে?
"সকাল থেকে অনেকগুলো ফোন-মেসেজ পেয়েছি আমি ভাল আছি।" অভিনেতা তারপর এক সংবাদ মাধ্যমে জানান, শুটিং না থাকলে তিনি দেরি করেই ওঠেন। গতকাল তাই হয়েছিল। কিন্তু, ঘুম ভেঙেই দেখতে পান অনেক মেসেজ। কেউ কেউ তো এমনও জিজ্ঞেস করেছেন, আপনি বেঁচে আছেন? তাজ্জব বনে যান অভিনেতা। সোজাসুজি বলেন, "কিছুক্ষণ পর জানতে পারি জয় দা আর নেই। তখন পুরো বিষয়টা জানলাম। কিন্তু, লোকজন। কেউ এভাবে জিজ্ঞেস করে, বেঁচে আছেন কিনা? একেই জয় দা চলে গিয়েছেন, খারাপ লাগা তো আছেই। একরকম বাধ্য হয়ে আমি লিখেছিলাম একথা যে আমি বেঁচে আছি।"
যদিও, তাঁর সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এই বিষয়ে কথা বলতে ফোন করেছিল। কিন্তু, অভিনেতার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। হারিয়েছেন কাছের মানুষকে। পরিবারের সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করতেই তখন শ্মশানে ছিলেন তিনি। প্রসঙ্গে, জয় বন্দ্যোপাধ্যায় মিলন তিথি থেকে অভাগিনী, নানা ছবির জন্য জনপ্রিয় ছিলেন। বিজেপিতে যোগ-ও দিয়েছিলেন তিনি।