Vivek Agnihotri-The Bengal Files: 'তছনচ হয়ে যাবে আশ্রম...', বাংলার বাউলশিল্পী কেন একথা বলেন বিবেককে?

Vivek Agnihotri - Parvati Das Baul: বাংলার এই বাউল শিল্পী, ভারতের অন্যতম হেরিটেজ বলে মনে করেন বিবেক অগ্নিহত্রী। বললেন, উনি আমার কাছে, পণ্ডিত রবিশঙ্কর, জাকির হোসেন, এদের মতই হেরিটেজ মানুষ।

Vivek Agnihotri - Parvati Das Baul: বাংলার এই বাউল শিল্পী, ভারতের অন্যতম হেরিটেজ বলে মনে করেন বিবেক অগ্নিহত্রী। বললেন, উনি আমার কাছে, পণ্ডিত রবিশঙ্কর, জাকির হোসেন, এদের মতই হেরিটেজ মানুষ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
vivek-agnihotri-has-directed-the-bengal-files-1755703430263-16_9

কাকে নিয়ে এতটা ভয়ে ছিলেন বিবেক?

বাংলায় রিলিজ করেছে দ্যা বেঙ্গল ফাইলস ছবির ট্রেলার।আর এই ছবি এখন মারাত্মক আলোচনায় রয়েছে। বিবেক নাকি প্রোপাগান্ডা ছবি বানিয়েছেন। যদিও তিনি বারবার উল্লেখ করেছেন, এই ছবি বাংলার মানুষদের কাছে এক অজানা চ্যাপ্টারের কথা জানিয়ে দেবে। পরিচালক জানান, তাঁর টেকনিক্যালি বাংলায় শুটিং করাই উচিত ছিল। কিন্তু তিনি অনুমতি না মিলতে বোম্বেতেই শুটিং করতে বাধ্য হন। সেখানে বাংলার নানান প্রান্তের সঙ্গে মিলিয়ে সেট, এমনকি নোয়াখালী থেকে বাংলার ট্রাম সবকিছুই সেখানে তৈরি করা হয়েছিল।

Advertisment

তবে এই ছবির ক্ষেত্রে তার কাছে চ্যালেঞ্জিং ছিল, বাংলার তাতে ভারতের অন্যতম জনপ্রিয় বাউল সংগীত শিল্পী পার্বতীদেবীকে মানানো। তার এই ছবিতে পার্বতী দেবী দুটি গান গেয়েছেন। বাংলার এই বাউল শিল্পী, ভারতের অন্যতম হেরিটেজ বলে মনে করেন বিবেক অগ্নিহত্রী। বললেন, উনি আমার কাছে, পণ্ডিত রবিশঙ্কর, জাকির হোসেন, এদের মতই হেরিটেজ মানুষ। উনার আশ্রম শান্তিনিকেতনে। আমি চেয়েছিলাম উনি গান আমার ছবিতে।" কিন্তু তাকে দিয়ে গান গাওয়ার মতো এই শহর ছিল না বিবেকের পক্ষে।

Bollywood: পায়ে পেরেক ঢুকে রক্তারক্তি, ভোর হতেই পরিচালকের দরজায় নায়ি…

Advertisment

কারণ তিনি কমার্শিয়াল সংগীত কোনদিন যাননি। গেরুয়া বস্ত্র পড়েন, মাথায় জটা। তাঁকে দিয়ে একটি কমার্শিয়াল ছবির গান গাওয়াবেন কি করে? অনেক কষ্ট করে তাঁকে খুঁজে বের করেছিলেন বিবেক। তাঁকে প্রচণ্ড অনুরোধ করেছিলেন। কিন্তু মুশকিল আসান করে দিলে একটা ছবি। বিবেকের অন্যতম বিতর্কিত ছবি দ্যা কাশ্মীর ফাইলস নিয়ে প্রথম থেকেই নানা আলোচনা হয়েছে। কিন্তু, সত্যি বলতে গেলে এই ছবিই পার্বতী দেবীকে বাধ্য করল গান গাইতে। পরিচালক বলেন...

"আমি ওনাকে এত অনুরোধ করলাম, উনি প্রথমে কিছুতেই রাজি হচ্ছিলেন না। তারপর উনি, দ্যা কাশ্মীর ফাইলস দেখলেন। আমাকে বললেন ঠিক আছে তোমার ছবির জন্য আমি গান গাইবো। কিন্তু তুমি আমার আশ্রমে আসবেনা। কারণ তুমি এলে ওরা আমার আশ্রমের গন্ডগোল করে দেবে। উনি মুম্বাই এলেন। আমার জন্য মায়ের মূর্তি নিয়ে এলেন। উনি আমার জন্য দুটি গান গেয়েছেন এই ছবিতে। এইটাই আমার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জিং ছিল।"

Vivek Agnihotri Entertainment News