নিউমোনিয়ায় আক্রান্ত নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। ভর্তি মুম্বইয়ের হাসপাতালে। কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা এখন? আপাতত স্থিতিশীল রয়েছেন নাসিরুদ্দিন। সাড়াও দিচ্ছেন চিকিৎসায়।
মঙ্গলবার মুম্বইয়ের খরের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের প্রবীণ অভিনেতাকে। এপ্রসঙ্গে নাসিরুদ্দিন শাহের ব্যক্তিগত সচিব ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন যে, "২৯ জুন অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন ভালই আছেন তিনি। ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ ঘটেছে। বর্তমানে চিকিৎসা চলছে। বুধ-বৃহস্পতিবার নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।"
<আরও পড়ুন: Dev, Prosenjit: পুজো-ক্রিসমাস জমজমাট! মুক্তি পাচ্ছে দেব-প্রসেনজিতের ছবি, বড় ঘোষণা SVF-এর>
দিন কয়েক আগেই লকডাউনের বিকেলে হাঁটতে বেরিয়ে পুলিশের খপ্পড়ে পড়েছিলেন বর্ষীয়াণ অভিনেতা। তবে, পুলিশের কথামতো বাড়িও ফিরে যান। শেষবার বড়পর্দায় বিবেক অগ্নিহোত্রীর 'দ্য তাসখন্দ ফাইল'-এ দেখা গিয়েছিল নাসিরুদ্দিনকে। এরপর ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া 'রামপ্রসাদ কি তেরবি' এবং 'মি রকসম' সিনেমাতেও দেখা যায়। পাশাপাশি রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এবং নাসিরুদ্দিন শাহ অভিনীত 'ওয়ালেট' ছবি মুক্তির অপেক্ষায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন