'হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী'। থাকেন বোম্বাগড়ে। সেই রাজা বেজায় খামখেয়ালি। তবে মন্ত্রী বেজায় কূটনৈতিক। সর্বদাই তটস্থ। আর বুদ্ধিমতী রানি কুসুম কুমারী। বোম্বাগড় রাজ্যে বাস তাঁদের। পুজোয় সেখানেই বেড়াতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন দেব। যাবেন নাকি? আজ্ঞে, অভিনেতা-প্রযোজক দেব প্রযোজিত তথা অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি 'হবু চন্দ্র রাজার গবু চন্দ্র মন্ত্রী' মুক্তি পাচ্ছে পুজোর মরসুমে। আর সেই প্রেক্ষিতেই সিনেদর্শকদের স্পেশ্যাল ট্যুরের প্ল্যান কষে ফেলেছেন দেব (Dev)।
অতিমারী সংশয় কাটিয়ে খুলে গিয়েছে প্রেক্ষাগৃহের দরজা। তবে সুরক্ষাবিধি মেনে ৫০ শতাংশ দর্শকের উপস্থিতিই কাম্য। ওদিকে সিনেপ্রেমীরাও বড়পর্দার মজা উপভোগ করার জন্য ছটফটিয়ে উঠেছেন। আর সেই প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে বড়সড় ঘোষণা করে ফেললেন প্রযোজক দেব। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে জানানো হল, দুর্গাপুজোর সময়েই মুক্তি পাচ্ছে 'হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী' (Habu Chandra Raja Gobu Chandra Mantri)।
<আরও পড়ুন: পশুহত্যার মারাত্মক অভিযোগ, পরিচালক মণিরত্নমের বিরুদ্ধে দায়ের FIR>
‘কমলা ঝড়’ নিয়ে পরিচালক-প্রযোজক সংঘাতও এখন অতীত। মেঘ কেটে গিয়ে মিঠে রোদ উঠেছে। আসলে সিনেমার সংশ্লিষ্ট গান নিয়েই তরজা বেঁধেছিল দেব-অনিকেতের। সিনেমার মিউজিকের দায়িত্বে কবীর সুমন (Kabir Suman)। এ ভারী অদ্ভূত তরজা! পরিচালক-গীতিকার সবাই একপক্ষে, আর গানের শব্দ ছাঁটাই নিয়ে বিপক্ষে ছিলেন প্রযোজক। তবে সবটাই এখন অতীত। আর তাই ছবি মুক্তির কথা ঘোষণা করে ফেলেছেন নির্মাতারা।
দক্ষিণারঞ্জন মিত্রের দুটো গল্প নিয়ে ছবির প্রেক্ষাপট। তবে ছোটদের ছবি বললে ভুল হবে, কারণ সিনে-কাহিনির দর্শন অন্য কথা বলে। রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হবে রসিকতার মাধ্যমে। অভিনয়েও তাবড় তারকারা। হবু চন্দ্র রাজার ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। গবু চন্দ্র মন্ত্রীর ভূমিকায় খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee) আর রানি কুসুম কুমারী অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। এবার অতিমারী কাটিয়ে বোম্বাগড়ের রাজদরবারে উপস্থিত হওয়ার জন্য মুখিয়ে রাজা-রানি, মন্ত্রীরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন