কিছুদিন আগেই লকডাউন নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছেন তিনি। প্রশাসনকে পরামর্শ দিয়েছেন কঠিন সময়কে পার করার, কিন্তু নিজেই যুদ্ধে হেরে গেলেন তিনি। ৬৭ বছরে চলে গেলেন অভিনেতা ঋষি কাপুর।
বুধবার রাতেই অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের হাসপাতালে। অবস্থা ভাল ছিল না, জানিয়েছিলেন তাঁর দাদা। তবে এক রাতে মধ্যেই সমস্তটা বদলে যাবে ভাবেননি কেউই। বুধবারই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইরফান খান। তারপরের দিনই নিভে গেল ঋষির জীবন প্রদীপ।
আরও পড়ুন, ঋষি কাপুর: বলিউড অভিনেতা সম্পর্কে জানা-অজানা তথ্য
অমিতাভ বচ্চন টুইট করে জানান এই খবর। টুইটে বিগ বি লেখেন, ”ও নেই…! ঋষি কাপুর নেই…. এই মাত্র চলে গেল…আমি শেষ হয়ে গেলাম!”
T 3517 - He's GONE .. ! Rishi Kapoor .. gone .. just passed away ..
I am destroyed !
— Amitabh Bachchan (@SrBachchan) April 30, 2020
কাপুর পরিবারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ''আমাদের প্রিয় ঋষি কাপুর নেই। দুবছর লিউকেমিয়ার সঙ্গে লড়াই করে আজ সকাল ৮.৪৫ মিনিটে হাসপাতালেই প্রয়াত হল। হাসপাতালের ডাক্তার এবং নার্সরা জানিয়েছেন, শেষ পর্যন্ত তাদের চিত্ত বিনোদন করেন গিয়েছেন ঋষি। দুটো দেশে দীর্ঘ দুবছর ধরে চিকিতসা চলার পরও জীবেনর আশা ছাড়েনি সে। পরিবার, বন্ধু, খাবার এবং সিনেমা চিরকাল তাঁর জীবনের লক্ষ্য ছিল এবং বিগত সময়ে যাঁরা তাঁর সঙ্গে দেখা করেছেন, প্রত্যেকে অবাক হয়েছেন এমন অসুস্থতা নিয়ে কীভাবে তিনি এত হাসিখুশি ছিলেন। ঋষির প্রয়ানে বিশ্ব বুঝতে পারবে তাঁকে চোখের জলে নয়, ঠোঁটের কোনের হাসিতে স্মরণ করতে হবে। পৃথিবীর এইরকম পরিস্থিতে মানুষের জমায়েত নিয়ে অনেক বিধি নিষেধ রয়েছে। তাই তাঁর সমস্ত ফ্যান ও বন্ধুদের অনুরোধ করছি দয়া করে তার শেষযাত্রায় জারি করা নিয়ম মানা হোক। এভাবেই শ্রদ্ধাজ্ঞাপন করা ছাড়া আর উপায় নেই।''
আরও পড়ুন, ইরফানের পথেই হাঁটলেন ‘গোল্ডম্যান’ ঋষি
সোশাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছে বলিউড। অক্ষয় কুমার, অজয় দেবগণ থেকে শুরু করে দক্ষিণী সুুপারস্টার রজনীকান্ত, চিরঞ্জীবি প্রত্যেকে সমবেদনা জানিয়েছেন ঋষি কাপুরের পরিবারকে।
Cant believe it. Chintu ji @chintskap. (Mr.Rishi Kapoor) was always ready with a smile. We had mutual love and respect. Will miss my friend. My heartfelt condolence to the family.
— Kamal Haasan (@ikamalhaasan) April 30, 2020
Both tragedies have happened in ths terrible time of corona & it is too much to digest.Such a wonderful actor,Rishi, snuffed out just whn we thot he was recovering.Sad tht we cannot pay our last respects to this lovely person.We are all with the Kapoors in spirit in ths tragedy????
— Hema Malini (@dreamgirlhema) April 30, 2020
Devastated to know Rishi Ji is no more. A great friend , A great artiste, heartthrob of millions. Carrier of a Great legacy. Feel so heartbroken at this loss. Farewell my friend #RishiKapoor. Rest in peace. pic.twitter.com/gBcdrIXvhO
— Chiranjeevi Konidela (@KChiruTweets) April 30, 2020
It seems like we’re in the midst of a nightmare...just heard the depressing news of #RishiKapoor ji passing away, it’s heartbreaking. He was a legend, a great co-star and a good friend of the family. My thoughts and prayers with his family ????????
— Akshay Kumar (@akshaykumar) April 30, 2020
One blow after another. Rishi ji’s passing away is nothing short of a stab to my heart. We associated in Raju Chacha (2000) and stayed in touch through...until now. Condolences to Neetuji, Ranbir, Riddhima & Dabbooji ????
— Ajay Devgn (@ajaydevgn) April 30, 2020
Today I have lost a dear friend Rishi kapoor. We had first met in Banglore in 1973 .He had come for a charity show of Bobby n I was there for Sholay’s shooting We met in the evening n kept talking till the wee hours to begin a friendship for 47 yrs. Good bye dear friend !!
— Javed Akhtar (@Javedakhtarjadu) April 30, 2020
My heart is so heavy. This is the end of an era. #Rishisir your candid heart and immeasurable talent will never be encountered again. Such a privilege to have known you even a little bit. My condolences to Neetu maam, Ridhima, Ranbir and the rest of the family. Rest in peace Sir. pic.twitter.com/TR6GVSN4m7
— PRIYANKA (@priyankachopra) April 30, 2020
আরও পড়ুন, সুস্থ আছি, লকডাউনে বাড়িতেই: হাসপাতালের গুজব ওড়ালেন নাসিরউদ্দিন
ঋষি কাপুর রেখে গেলে স্ত্রী নীতু কাপুর, ছেলে রণবীর কাপুর ও মেয়ে ঋদ্ধিমা কাপুরকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন