প্রাইভেট ডিটেক্টিভ। গৌরব সেন। একটা খুন রহস্যের কিণারা করা যার ধাতে নেই। তিনি আবার সিরিয়াল কিলার ধরতে পারদর্শী। নিজমুখে অন্তত এমন পরিচয়ই দিয়েছেন! কিন্তু এ কেমন গোয়েন্দা, যিনি মক্কেলের নামই মনে রাখতে পারেন না? এখানেই কাহানি মে টুইস্ট! কীরকম? টিজার দেখেই ঠাহর করতে পারবেন।
Advertisment
গোয়েন্দা গৌরব সেন। 'গোরা' (Gora) নামেই তাঁকে চেনেন সকলে। যে ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। কোনও সংস্থার হয়ে নয়, নিজেই শখের খাতিরে গোয়েন্দাগিরি করেন। তবে তিনি আবার সিরিয়াল কিলার বিশেষক। মানে একের বেশি খুন হলে, তবেই তার ডাক পড়ে। কিন্তু সমস্যা বেজায়। গোরার ভুলো মন। কেসের খুঁটিনাটি তো দূর অস্ত! এমনকী মক্কেলের নাম পর্যন্ত মনে থাকে তার। 'ডিটেক্টিভ' না 'ডিফেক্টিভ'? প্রশ্ন জাগে। যে কারণে তুখড় বুদ্ধিসম্পন্ন এক সহকারী রেখেছেন।
গোরা মানুষটি কেমন? ছাপোষা, মধ্যবিত্ত। মনস্তত্ত্ববিদ্যা নিয়ে নাড়াচাড়া করেন। তবে গোয়েন্দাগিরির পাশাপাশি তার আরেকটি শখও রয়েছে। সেটা হল সন্ধে হলেই অবসরে হারমোনিয়াম নিয়ে বসে গান চর্চা করা। তাতেও বিস্তর সমস্যা। কারণ গোরা হেঁড়ে গলায় গান সাধলেই এলাকার লোকেরা সেই বেসুরো চিৎকার শুনে কানে হাত দেন। এরকমই এক মজার গোয়েন্দা চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে।
একদিন এক সমস্যা নিয়ে গোরার কাছে আসেন এক মহিলা। যে চরিত্রে দেখা যাবে ইশা সাহাকে (Isha Saha)। তাকে সপাটে জানিয়ে দেওয়া হয় যে একটা খুন হলে নয়, একাধিক খুন হলে তবেই তিনি সেই কেস ঘেঁটে দেখেন। তারপর? সেই সমস্যা কি মিটবে নাকি একাধিক খুনের অপেক্ষায় থাকবে গোরা? বাকি গল্প দেখতে হলে চোখ রাখতে হইচই-এর পর্দায়। মুক্তি পাচ্ছে ২০২২ সালের জানুয়ারিতে।
রহস্য-রোমাঞ্চের পাশাপাশি সিরিজের উপরি পাওনা তার কৌতূক উপাদান। পরিচালকের আসনে সায়ন্তন ঘোষাল। প্রসঙ্গত, এই ধরণের চরিত্রে যে ঋত্বিককে এর আগে দেখা যায়নি, তা বলাই বাহুল্য। 'গোরা'র টিজারেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখলেন টলিপাড়ার এই জাত অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন