অসুস্থ অভিনেতা সঞ্জয় দত্ত। শনিবার সন্ধ্য়ায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল বলিউডের 'মুন্নাভাই'কে।বুকে অস্বস্তি বোধ করায় সঞ্জয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, তাঁকে আইসিইউ-তে রাখা রয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল।
গত সপ্তাহে ২৯ জুলাই নিজের জন্মদিন কাটিয়েছেন ৬১ বছরের 'সঞ্জুবাবা'। জানা যাচ্ছে, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল, সে কারণে বুকে অস্বস্তি বোধ করেন তিনি। তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় করোনার অ্য়ান্টিজেন টেস্টের জন্য়। সেই পরীক্ষার ফল নেগেটিভ আসে। তাঁর করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, সে কারণে আরটি-পিসিআর পরীক্ষার জন্য় তাঁর সোয়াব সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন: অমিতাভের পর করোনা মুক্ত অভিষেকও, বচ্চন পরিবারে খুশির খবর
ডাক্তাররা জানিয়েছেন, তাঁকে নন-কোভিড ওয়ার্ডে রাখা হয়েছে। সঞ্জয়ের চিকিৎসক জলিল পারকার জানিয়েছেন, কেন অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে, তা জানতে বেশ কিছু পরীক্ষা করা হবে।
চলতি মাসের শেষেই সঞ্জয় দত্তের ছবির মুক্তি রয়েছে ওটিটি প্ল্য়াটফর্মে। তাঁরই একসময়ের সুপারহিট সিনেমা 'সড়ক'-এর সিক্য়ুয়েল 'সড়ক ২' ছবির মুক্তি আগামী ২৮ অগাস্ট। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন