টলিউড ইন্ডাস্ট্রির অন্দরে গল্প শুনলে চমকে যেতে হয়। কিছুদিন ধরেই জানা যাচ্ছে, এক টলিউড অভিনেত্রী নাকি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। শ্লীলতাহানির অভিযোগে তিনি হাজিরা দিতে গিয়েছিলেন। কিন্তু, এসবের বাইরে ইন্ডাস্ট্রিতে বৈষম্য আরও মারাত্মক?
যে যত দিন ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিতি এবং প্রভাব বেশি হবে, একথা অস্বীকার করার নয়। কিন্তু, টলিউডের বুকে অভিনেতাদের ছোট বড় বৈষম্যের আওতায় ফেলা হয়, এবার সেকথাই প্রকাশ্যে আনলেন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। নানা ছবিতে তিনি অভিনয় করেছেন। ইন্ডাস্ট্রি নিয়ে যে ভয়ঙ্কর কথা তিনি জানিয়েছেন, তাতে চমকে যেতে হয়।
অভিনেতা, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ব্ল্যাক সাইড নিয়ে বললেন, এখানে এসব শেখানো হয়। কিন্তু কী শেখানোর কথা বলেন তিনি? সুজয় প্রসাদের কথায়... "বৈষম্যের পীঠস্থান এটা। এখানে দেখানো হয় এসব। কেউ জেনে আসে না, কিন্তু শিখে নেয়। লোকজন তীর্থস্থানে যায় না, মন্দিরে দর্শন করতে যায়? এখানে এসব বৈষম্যের দর্শন পাওয়া যায়।"
আরও পড়ুন - Dev: বাবার কি সত্যিই শরীর খারাপ? বাংলার উত্তপ্ত পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন দেব?
অভিনেতা, এখানেই শেষ না। বরং, তিনি আরও বলেন, "তুমি জুনিয়র আর্টিস্ট, তুমি সিনিয়র আর্টিস্ট, তুই এই, তুই সেই...কেন ভাই? আর্টিস্ট তো আর্টিস্ট। লেবেল করা বন্ধ করুন।" উল্লেখ্য, অভিনেতা নানা বিষয়ে মুখ খোলেন। তেমনই তিনি আওয়াজ তুলেছেন, আর জি কর কান্ডের পর।
টলিপাড়া নিয়ে, নানা খবর, নানা গুজব ছড়িয়েই থাকে। কিন্তু, এর অন্দরে যা যা ঘটনা ঘটে, তা সামনে থেকেই অনেকে উপলব্ধি করেন। কিন্তু, কেউ বলতে পারেন, আর কেউ বলতে পারেন না।