Actor Kanchan Mullick: কাঞ্চন ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় স্ত্রী পিঙ্কি

পিঙ্কির দাবি, ‘এতদিন চুপ ছিলাম। এখন মুখ খুলতে বাধ্য হচ্ছি।‘

পিঙ্কির দাবি, ‘এতদিন চুপ ছিলাম। এখন মুখ খুলতে বাধ্য হচ্ছি।‘

author-image
IE Bangla Web Desk
New Update
Actor kanchan Mullick, TMC MLA, Domestic Violence

স্ত্রী পিঙ্কির বিরুদ্ধে অভিযোগ দায়ের কাঞ্চন মল্লিকের

নুসরত জাহানের পর এবার পারিবারিক কলহে নাম জড়াল আরও এক তারকা জনপ্রতিনিধির। বধূ নির্যাতনের অভিযোগে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানার দ্বারস্থ স্ত্রী পিঙ্কি। তবে শুধু স্বামী নয়, তাঁর বান্ধবী শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন পিঙ্কি। পিঙ্কির অভিযোগ, ‘মত্ত অবস্থায় তাঁকে গালিগালাজ করেছে কাঞ্চন। নিত্য মানসিক নির্যাতনের পাশাপাশি বান্ধবীকে সঙ্গে নিয়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে হেনস্থা করা হয়েছে।‘

Advertisment

এ প্রসঙ্গে উল্লেখ্য, পিঙ্কি কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী। তাঁদের একটি ৮ বছরের সন্তান রয়েছে। কিন্তু টলিউডে কান পাতলে কাঞ্চনের বিরুদ্ধে এর আগে এমন কোনও অভিযোগ বা রটনা সামনে আসেনি। যদিও পিঙ্কির দাবি, ‘এতদিন চুপ ছিলাম। এখন মুখ খুলতে বাধ্য হচ্ছি।‘ এদিকে, রবিবার সংবাদ মাধ্যমকে পিঙ্কি জানান, শনিবার রাতের দিকে তাঁর নিউ আলিপুরের ফ্ল্যাটে হানা দেয় কাঞ্চন। সেই সময় বাড়িতে ছিলেন না পিঙ্কি। কিন্তু চেতলায় সবান্ধবী তাঁর গাড়ি আটকায় কাঞ্চন। দুজনে মিলে তাঁকে প্রকাশ্যে হেনস্থা করেন। গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করা হয়। শ্রীময়ী-কাঞ্চনের সম্পর্ক কেন সংবাদমাধ্যমে প্রকাশ করেছে পিঙ্কি। সেই রাগে  রাস্তাতেই চলে হুমকি ও হুশিয়ারি।  শ্রীময়ী তাঁকে হুমকি দিয়েছেন, ‘কার লেজে পা দিয়েছো জানো না।’

অপরদিকে, শ্রীময়ী এবং কাঞ্চনের সম্পর্কের গুঞ্জন এর আগে ফুঁৎকারে উড়িয়ে দিয়েছিলেন পিঙ্কি। কিন্তু শনিবার থানা অবধি বিষয়টি গড়ালে যা রটে, কিছু হলেও বটে প্রবাদ সত্যি হয়। এমনটাই কানাঘুষো স্টুডিওপাড়ায়।

Advertisment

যদিও, পিঙ্কির আনা অভিযোগ কতটা সত্যি, সে নিয়ে কাঞ্চন কিংবা শ্রীময়ী কারও প্রতিক্রিয়া মেলেনি। এর আগে অবশ্য কাঞ্চনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন শ্রীময়ী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

FIR TMC MLA Kanchan Mullick Domestic Violence Mental torture