/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/aishwarya-sen.jpg)
অভিনেত্রী ঐশ্বর্য সেন...
অভিনেত্রী হলেও বাস্তবের জীবনে কতজন অসুখী সে কথা অনেকেরই অজানা। টলিপর্দার এক বিখ্যাত অভিনেত্রী, ঐশ্বর্য সেন। তাঁর রূপে যেমন মুগ্ধ দর্শকরা, তেমনই তাঁর অভিনয় পছন্দ করেন অনেকেই। কিন্তু, বাস্তবে যে কতকিছুই সহ্য করেছেন তিনি…
শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি সিরিজে কাজ করেন তিনি। এছাড়াও নানা ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে। তবে, এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জীবনে একটা সময় এমন এসেছিল যে কাছের মানুষের থেকে চূড়ান্ত উপেক্ষিত হতে হয়েছিল তাঁকে। বললেন…
আরও পড়ুন < পা চেটে-দূরত্ব কমিয়ে ‘প্রধানে’ স্থান পেয়েছেন সৌমিতৃষা! লিড অভিনেত্রীকে নিয়ে দেব যা বললেন… >
"একদিন, আমার খুব কাছের মানুষটির সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছিল। আমি তাঁকে ফোনের পর ফোন করি, সবমিলিয়ে ষাট বার ফোন করেছিলাম"।কিন্তু…চোখের জল টপ টপ করে পড়তে থাকে তাঁর। বেশ কিছুক্ষণ কথা বলতে পারছিলেন না অভিনেত্রী। তারপরেও স্বীকার করেন, "একটা সময় সে ফোনটা ধরে, এবং আমায় বলে যে বিরক্ত করো না তো!"
উল্লেখ্য, ভালবাসার এক অন্য গল্প শোনালেন তিনি। কেউ কেউ তো, তাঁর এই গল্প শুনে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন। আবার কেউ কেউ, মজার ছলেই বললেন…আপনার মত নায়িকাদের সঙ্গে এমন কিছু হলে বাকিদের কী অবস্থা একবার ভাবুন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us