বাংলার পাশাপাশি ওড়িয়া-তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। মডেলিং-এও নাম করেছিলেন। নাকতলা পুজোর মুখ, সেই অভিনেত্রীর-ই কিনা বর্তমানে রাজ্যের SSC দুর্নীতি-কাণ্ডে নাম জড়িয়ে ঠাঁই হল জেলে। বিলাসবহুল জীবনযাপন এখন অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) কাছে অতীত!
ইডি হেফাজতে থাকাকালীন যাও বা মাছ-মাংস পাতে পড়ছিল! এবার জেলে সেই বিশেষ খাবারও জুটল না অর্পিতা মুখোপাধ্যায়ের। ঠান্ডা এসি ঘর থেকে শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল গাড়ি, চর্ব-চোষ্য রকমারি পদ এখন অতীত অভিনেত্রীর জীবনে! আচ পাঁচজন কয়েদির মতোই জেলের সাধারণ খাবার-ই পাতে পড়ছে অর্পিতার। কিন্তু প্রথম রাতে জেলের খাবার মুখেই রুচল না নায়িকার। উপরন্তু গোটা রাত কাটালেন হাঁপুস নয়নে কেঁদে।
এযাবৎকাল ব্রাউন ব্রেড, কলা, ডিম সেদ্ধ, ফলের রস, ডাল, সবজি, মাছের ঝোল পেলেও এবার জেলের সাধারণ কয়েদিদের মতোই খাবার পরিবেশন করা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়কে। শুক্রবার SSC দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশে ১৪ দিনের জেল হেফাজত হয় অভিনেত্রীর। পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে রাখা হলেও নায়িকা অর্পিতা মুখোপাধ্যায়ের ঠাঁই হয়েছে আলিপুর মহিলা সংশোধনাগারের ২ নম্বর ঘরে।
<আরও পড়ুন: প্রেম জমে ক্ষীর! সমুদ্রের বুকে সুস্মিতাকে দেখে ‘হট’ কমেন্ট মোদির>
সূত্রের খবর, প্রথম রাতে জেলে বসেই কান্নায় ভেঙে পড়েছেন নায়িকা। কোনও খাবার-ই মুখে উঠছে না অর্পিতা মুখোপাধ্যায়ের। ইডির কাছে ড্রাই ফ্রুটস, ব্ল্যাক কফির আবদার জানালেও এখানে সেই উপায় নেই। অতঃপর আলিপুর মহিলা সংশোধনাগারের ২ নম্বর ঘরে এখন বাংলা, ওড়িয়া, তামিল সিনেইন্ডাস্ট্রির অভিনেত্রীর দিন কাটছে সাধারণ বিছানায় শুয়ে, জেলের সাধারণ খাবার খেয়েই।
জেলে সারা রাত অঝোরে কেঁদেছেন অভিনেত্রী অর্পিতা। শনিবার সকালে যদিও চা-বিস্কুট খেয়েছেন। তবে ভাত-রুটি কিছুই খেতে চাইছেন না তিনি। শুক্রবার রাতেও মুখে তোলেননি কিছু।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন