Actress Death: ইউটিউবারের জন্যই প্রাণ গেল বছর ২৪ এর অভিনেত্রীর? কেঁদে ভাসালেন সহ অভিনেতা...

Actress Death: প্রসঙ্গে কোরিয়ান নায়িকা কিম সায়রন। এই নায়িকা, একেবারেই অল্প বয়সে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এবং তাঁর মৃত্যুতে ফের একবার প্রশ্ন উঠেছে তারকাদের মানসিক চাপ এবং অবসাদ ঘিরে।

Actress Death: প্রসঙ্গে কোরিয়ান নায়িকা কিম সায়রন। এই নায়িকা, একেবারেই অল্প বয়সে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এবং তাঁর মৃত্যুতে ফের একবার প্রশ্ন উঠেছে তারকাদের মানসিক চাপ এবং অবসাদ ঘিরে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
kim sae ron death, south korean actress

actress death: প্রয়াত অভিনেত্রী, কী করে ঘটল অঘটন? Photograph: (Instagram)

Kim Sae ron Death: বয়স হয়েছিল মাত্র ২৪। তাঁর মধ্যেই যে এতবড় সিদ্ধান্ত নিয়ে নেবেন কেউ ভাবতেও পারেননি। দিন দুয়েক ধরেই এই নায়িকা এবং তাঁর আকস্মিক মৃত্যুকে ঘিরে নানা আলোচনা। পুলিশ যদিও বা প্রথমে তদন্ত করে কিছুই বুঝতে পারেননি। তবে মৃতদেহের আশেপাশে সেভাবে কিছুই মেলেনি। তাই, আদৌ তিনি আত্মহত্যা করেছেন কিনা সেটাও বোঝা সম্ভব হচ্ছিল না।

Advertisment

প্রসঙ্গে কোরিয়ান নায়িকা কিম সায়রন। এই নায়িকা, একেবারেই অল্প বয়সে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এবং তাঁর মৃত্যুতে ফের একবার প্রশ্ন উঠেছে তারকাদের মানসিক চাপ এবং অবসাদ ঘিরে। অভিনেত্রীর শেষ যাত্রায় সেখানে পৌঁছেছিলেন অনেকেই। আর সেখানেই ভয়ঙ্কর দাবি করে বসলেন তাঁর বাবা। অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ফের যেন বারবার এমনি প্রশ্ন উঠছিল যে কেন কোরিয়ার বুকে এত অল্প বয়সে প্রাণ যায় সকলের। কিন্তু তবে শেষ সময়ে যেভাবে তাঁর বাবা মুখ খুলেছেন...

অভিনেত্রীর বাসভবন থেকেই উদ্ধার হয় তাঁর দেহ। কিন্তু, কী কারণে মৃত্যু হয়েছে সেই বিষয়ে পুলিশ ধরতে না পারলেও পরে তারা তদন্ত করে জানিয়েছে, যে জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেই আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। কিন্তু তাঁর বাবা জানিয়েছেন, অভিনেত্রীর মৃত্যুর জন্য দায়ী এক ইউটিউবার। সেই ইউটিউবার নাকি, নিজের চ্যানেলে অভিনেত্রীর ছবি নিয়ে এমন কিছু কন্টেন্ট দিয়েছিলেন, যে কারণেই সায়রনের মানসিক স্থিতি আরও বদলে গিয়েছিল।

Advertisment

আরও পড়ুন  -  Actress Death: বয়স হয়েছিল মাত্র ২৪, ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর দেহ...

এরপরই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। তাঁর পরিবার সেই ইউটিউবারের বিরুদ্ধে আরও প্রমাণ জোগাড় করছে। এবং জানা যাচ্ছে, সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। অভিনেত্রীর শেষ যাত্রায় গিয়েছিলেন তাঁর সহ অভিনেতা ওয়ন বিন নিজেও। এই অভিনেতার সঙ্গে অনেক ছোট বয়সেই কাজ করেছিলেন প্রয়াত নায়িকা। তাই তো যেদিন শুনেছেন অভিনেত্রী আর নেই, ওন বিন পৌঁছেছিলেন সেখানে। তাঁর চোখে জল পর্যন্ত দেখা যায়। যদিও বা সংবাদমাধ্যমকে তিনি কিছুই জানাননি এই নিয়ে।

উল্লেখ্য, জানা গিয়েছিল তাঁর বন্ধু তাঁর খোঁজ করছিলেন। অনেকবার ফোন করে তাঁর সাড়া না পেয়েই তিনি বাধ্য গিয়ে ফোন করেন সোসাইটির বাকিদের। ব্লাডহাউন্ডস সিরিজে তাঁর অভিনয় বেশ মন কেড়েছিল।

Death Rate Death korean drama korean actress korean band