Advertisment
Presenting Partner
Desktop GIF

১০০ উট পণ দিয়ে বিয়ের প্রস্তাব! মিশর থেকে ভালবাসা উড়ে এসেছিল দেবলীনার জন্য

মিশরে পিরামিডের সামনে নাচানাচি, তারপরই ঘটে এই ঘটনা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Actress devleena Kumar got a marriage proposal from Egypt, devlina kumer, gourav devlina, tollywood update, tollywood news

এই কাণ্ড হয়েছিল দেব্লীনার বিয়ের আগে?

বিয়ের প্রস্তাব তাও আবার সেই সুদূর মিশর থেকে? বিদেশী পাত্রদের সঙ্গে গাঁটছড়া বাঁধার নিদর্শন কম নেই। তবে, সুদূর ইজিপ্ট থেকে এসেছিল বিয়ের প্রস্তাব, এও ভাবা যায়। অবাক হওয়ার কিছুই নেই, এমন ঘটনা ঘটেছিল উত্তম কুমারের নাতবউ দেবলীনার সঙ্গে।

Advertisment

গৌরবের সঙ্গে বিয়ে করেছেন ২০২০ সালে। তার আগে নাকি এমন প্রস্তাব এসেছিল কলকাতা কন্যার জন্য। এবং সেই গল্প নিজেই স্বীকার করেছেন দেবলীনা। দিদি নম্বর ওয়ানের প্রকাশ্য মঞ্চে জানিয়ে দিয়েছেন, যে একেবারেই এই ঘটনা সত্যি। মিশরীয় পিরামিডের সামনে নেচে গেয়ে অস্থির অভিনেত্রী, তারপরেই কি এসেছিল বিয়ের প্রস্তাব? সেসব না বললেও অভিনেত্রী জানিয়েছেন...

আরও পড়ুন < ‘আলিয়ার উপদেশ আদৌ কাজের?’ বউকে নিয়ে চরম সন্দেহে রণবীর! >

শুধু যে বিয়ের প্রস্তাব এসেছিল এমন নয়, বরং ১০০টি উট পণ দিয়েই তাঁকে বাড়ির বউ করে নিয়ে যেতে চেয়েছিলেন তাঁরা। মিশরের কোনও অভিজাত অথবা রাজ পরিবারের বউ হওয়া তাঁর ভাগ্যে ছিল? কিন্তু সেই ইচ্ছে একেবারেই হয় নি অভিনেত্রীর। বরং, গৌরবের প্রেমে তখন হাবুডুবু খাচ্ছেন তিনি। তাঁকে জীবন থেকে হারানোর প্রশ্নই ওঠে না দেবলীনার। তাই তো, সোজা সেজেগুজে আড়ম্বরে ছাদনাতলায় গিয়েছিলেন তিনি।

তাঁদের বিয়ে নিয়ে গল্প কম নেই। একেই মহানায়কের বাড়ির বিয়ে। তারমধ্যে বিয়ের জন্য তৈরি হয়ে তিনি নিজে গাড়ি চালিয়ে গৌরবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এরপর থেকেই বাড়ির বউ হওয়ার সমস্ত কর্তব্য নিয়ম পালন করেন তিনি। লক্ষ্মী পুজো হোক অথবা বাড়ির অন্যান্য সদস্যদের বিয়ে... তিনি সর্বদা কোমর বেঁধে তৈরি।

tollywood Entertainment News
Advertisment