Advertisment
Presenting Partner
Desktop GIF

'আলিয়ার উপদেশ আদৌ কাজের?' বউকে নিয়ে চরম সন্দেহে রণবীর!

আলিয়ার সিক্রেট ফাঁস করতে মজা পান রণবীর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
new mom alia, alia bhatt transformation, alia bhatt after pregnancy, alia bhatt new life alia bhatt, alia bhatt fitness, alia bhatt news, alia bhatt update, alia bhatt, alia bhatt actress, alia bhatt new mom, alia bhatt being mother, alia loved her motherhood, alia motherhood tips, ranbir-alia, ranbir kapoor, alia bhatt, alia ranbir update

আলিয়া-রণবীর

আলিয়া রণবীরকে নিয়ে চর্চা লেগেই থাকে। বিশেষ করে তাদের বিয়ের পর থেকেই দুজনে লাইমলাইটে থাকেন। এমনকি একজন আরেকজনকে নিয়ে কিছু বলবেন না এমনটাও হয় না। রণবীর যদিও বা লাইমলাইট থেকে একটু দূরে থাকতেই বেশি পছন্দ করেন তারপরও, আজ সকাল থেকেই চর্চায় তিনি।

Advertisment

একেই গরম কফি উল্টে হাতে পড়তেই সমস্ত পরিস্থিতি হেসে সামাল দিয়েছেন তিনি। কিন্তু এই অনুষ্ঠানের মাঝেই আবারও একবার আলিয়াকে টেনে বিতর্ক সৃষ্টি করলেন তিনি। এর আগেও একবার বলেছিলেন, আলিয়া আসলে বাড়ির উকিল, ওর সঙ্গে পারা যায় না। কিন্তু এবার যা বললেন....

আরও পড়ুন < ‘বন্ধ করুন এসব..’, সম্পর্কে ভাঙন ঋতাভরীর? আসল সত্যি সামনে আনলেন অভিনেত্রী ও তাঁর প্রেমিক >

রণবীরের লাইফস্টাইল নিয়ে প্রশ্ন উঠতেই বেশ সাবলীলভাবে তিনি বললেন, "আজকাল স্কিনকেয়ারে মন দিয়েছি। শুধু তাই নয়, ট্যান এড়িয়ে যেতে বরফে মুখ চোবাচ্ছি"। আলিয়া নাকি তাঁকে মাঝেমধ্যেই নানা টিপস দিতে থাকেন। এমনকি তিনি নাকি রণবীরকে যোগা করার পরামর্শ দিয়েছেন। সেটি নাকি মানুষের চেহারায় গিয়ে ওঠে। যদিও একথা একেবারেই বিশ্বাস করতে পারছেন না রণবীর।

সন্দেহ প্রকাশ করেই বলেন, "আলিয়া আমায় যোগা করার উপদেশ দিয়েছে। ও বলে, যোগা করলে ফিটনেস নাকি ত্বকে বোঝা যায়, এটা কি সত্যি? কীভাবে হয় এটাই বুঝি না"।রণবীর মাঝেমধ্যেই আলিয়াকে নিয়ে নানান সিক্রেট শেয়ার করে থাকেন। এবারও ব্যতিক্রম নয়। বর্তমানে অ্যানিমাল ছবির শুটিং শেষ করেছেন তিনি। এখন অনেকটাই মেয়ের সঙ্গে সময় কাটান তিনি।

bollywood alia bhatt ranbir kapoor Entertainment News
Advertisment