বাবা দেবাশীষ কুমার রাসবিহারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তৃণমূলেরও ডাকসাইটে নেতা। সেই সুবাদে ছোট থেকেই বাড়িতে রাজনৈতিক পর্যালোচনার পরিবেশ। মাঝেমধ্যে নেটদুনিয়ায় প্রতিপক্ষ শিবিরকে তুলোধোনা করতে তিনিও ছাড়েন না বইকী! আর সেই অভিনেত্রীই কিনা মুখ্যমন্ত্রীর পদমর্যাদা ভুল লিখে ফেললেন পোস্টে। হচ্ছে দেবলীনা কুমারের (Devlina Kumar) কথা। তিনিই বিয়ের একটি ছবি পোস্ট করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদমর্যাদা ভুল লিখে ফেলেছিলেন। আর অসাবধানতার মাশুলও গুনতে হল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় বেজায় কটাক্ষের শিকার হতে হল দেবলীনাকে।
Advertisment
নেটজনতারাই ভুল ধরিয়ে দিলেন। কেউ বা ট্রোল করতেও ছাড়লেন না। তবে তাতে কিন্তু দেবলীনা কুমার কোনওরকম প্রতিবাদ করেননি। বরং, তারকাসুলভ আচরণ পরিত্যাগ করে, তাঁর যে ভুল হয়েছে, সেটা প্রকাশ্যেই স্বীকার করে নিলেন। এবং তৎক্ষণাৎ তা শুধরে নিয়ে সঠিকটা লিখে দিলেন।
প্রসঙ্গত, উত্তম কুমারের নাতি তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারের বিয়েতে আশীর্বাদ দিতে উপস্থিত হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবদম্পতিকে উপহার দেওয়ার সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে। আর সেই ছবি শেয়ার করেই দেবলীনা ক্যাপশনে ভুলবশত লিখে ফেলেছিলেন, 'হেড অফ দ্য স্টেট '। আর তাতেই নেটজনতারা হইচই শুরু করেন। অভিনেত্রীর কথায়, "রাজ্যের প্রধান যখন বিয়েতে আপনাকে আশীর্বাদ জানাতে আসেন…।"
উল্লেখ্য, রাজ্যের প্রধান বলতে রাজ্যপালকেই বোঝানো হয়। রাজ্য সরকারের প্রধান মানে মুখ্যমন্ত্রী। সেই ভুলটাই নেটজনতারা ধরিয়ে দেন অভিনেত্রীকে। কোনওরকম কুণ্ঠাবোধ না করে দেবলীনাও ঠিক করে দেন তাঁর ক্যাপশন। কিন্তু তাতেও কি আর ট্রোল থামে! অতঃপর নেটদুনিয়ায় নীতিপুলিশরা অভিনেত্রীকে পরামর্শ দেওয়া শুরু করেছেন যে, "আরেকটু পড়াশোনা করে লিখলেই হত!"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন