Actress Pregnant: গর্ভপাতের যন্ত্রণা থেকে পুত্র সন্তানের জন্ম! ছেলের বয়স দু'বছর হতেই প্রকাশ্যে গহওরের দ্বিতীয় বেবি সাওয়ারের ছবি

Gauhar Khan Pregnant: ২০২৩-এর ১০ মে গহওর খানের কোল আলো করে আসে প্রথম সন্তান। অভিনেত্রীর ছেলের নাম জিহান। বয়স দু'বছর হতেই রাজপুত্রের কেলার সঙ্গী নিয়ে আসছেন অভিনেত্রী। দেখুন বেবি সাওয়ারের ছবি।

Gauhar Khan Pregnant: ২০২৩-এর ১০ মে গহওর খানের কোল আলো করে আসে প্রথম সন্তান। অভিনেত্রীর ছেলের নাম জিহান। বয়স দু'বছর হতেই রাজপুত্রের কেলার সঙ্গী নিয়ে আসছেন অভিনেত্রী। দেখুন বেবি সাওয়ারের ছবি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
qedw

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা

Gauhar Khan Baby Shower: দিনটা ছিল ২০২৩-এর ১০ মে। এই দিন অভিনেত্রী গহওর খান প্রথমবার মাতৃত্বের সুখ লাভ করেন। কোল আলো করে এসেছিল ছোট্ট সোনা জিহান। ছেলের বয়স দু'বছর পেরতেই ফের অন্তঃসত্ত্বা গহওর। সোশ্যাল মিডিয়ায় সুখবর নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। উজ্জ্বল হলুদ ড্রেসে পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে বেবি সাওয়ারের আনন্দে মেতেছিলেন মম টু বি গহওর। ইনস্টা স্টোরিতে সেই মুহূর্তযাপনের ছবি-ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। 

Advertisment

চলতি বছরের শুরুতেই দম্পতি আদুরে ভঙ্গিতে দ্বিতীয় প্রেগন্যান্সির সুখবর ঘোষণা করেছিলেন। বিশেষ দিনে পরিবার-বন্ধুদের ঘিরে গওহর ও জায়েদ দু’জনের চোখে-মুখেই ছিল আনন্দের ছাপ। সোনালি-হলুদ ঝলমলে গাউনে গ্লামারস গওহর সকলের নজর কেড়েছেন। খোলা চুল, গাঢ় লাল লিপস্টিক, হালকা মেকআপের সঙ্গে মানানসই সোনার গয়নায় ছিমছাম লুকে অনবদ্য উড বি মাম্মি। বেবি সাওয়ারের অনুষ্ঠানে জায়েদ পরেছিলেন সাদা প্যান্ট ও কালো-লাল অ্যাবস্ট্র্যাক্ট প্রিন্টের ঢিলেঢালা শার্ট। স্টাইলিশ ও ক্লাসি লুকে একেবারে জেন্টলম্যান জায়েদ। 

Advertisment

আরও পড়ুন বাবা-মায়ের সঙ্গে মিলিয়ে নয়, কোন ভাবনায় লক্ষ্মীছানার নামকরণ করলেন অহনা-দীপঙ্কর?

সোশ্যাল মিডিয়া গওহর বেবি সাওয়ারের অন্দরের কিছু মজার ভিডিও শেয়ার করেছেন। একটি ক্লিপে দেখা যাচ্ছে, গওহর ও জায়েদ একসঙ্গে দোতলা একটি কেক কেটে বিশেষ দিন সেলিব্রেট করছেন। চারদিকে ফুল দিয়ে সাজানো যা গহওর-জায়েদের আনন্দঘন মুহূর্তকে আরও সুন্দর ও রঙিন করে তুলেছিল। প্রসঙ্গত, ২০২০ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রথম সন্তান জিহান জন্ম নেয় ২০২৩ সালের মে মাসে। চলতি বছরের এপ্রিলে গওহর দ্বিতীয় সন্তানের খবর শেয়ার করে লিখেছিলেন—'বিসমিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।'

আরও পড়ুন কিয়ারার পর এবার মা হচ্ছেন পরিণীতি! কপিল শর্মার শোয়ে বড় ইঙ্গিত বেটারহাফ রাঘবের

গওহরের শো 'ফৌজি ২' সম্প্রতি দূরদর্শন ন্যাশনলে ১০০ এপিসোড পূর্ণ করেছে। সেখানে অভিনয় করেছেন ভিকি জৈন, আশীষ ভরদ্বাজ, উৎকর্ষ কোহলি ও রুদ্র সোনি। এছাড়া সম্প্রতি তিনি 'লাভলি লোলা'–তে ইশা মালভিয়ার সঙ্গে অভিনয় করেছেন। রবি দুবে ও সারগুন মেহতার প্রযোজনা সংস্থার ব্যানারে ইউটিউবে প্রকাশিত এই কাজটিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

https://bengali.indianexpress.com/entertainment/bollywood-actress-sagarika-ghatge-shares-first-time-baby-boy-face-with-zahir-khan-9367275

আরও পড়ুন ফোকলা দাঁতের মিষ্টি হাসি! ছেলের বয়স দু'মাস হতেই মুখ দর্শন, কার মতো দেখতে জাহির-সাগরিকার সন্তান?

Entertainment News Entertainment News Today