Parineeti Chopra-Raghav Chadha Baby: সালটা ২০২৩, সেই বছরের ১৩ মে নিউ দিল্লির কপুরথালা হাউজে রাজনীতিবিদ রাঘব চড্ডার সঙ্গে বাগদান সারেন বলি ডিভা পরিণীতি চোপড়া। সেই বছরেই ২৪ সেপ্টেম্বর রূপকথার বিয়ের আসর বসেছিল উদয়পুরের লীলা প্যালেসে। বিয়ের দু'বছর পূর্তির আগেই একাধিকবার পরিণীতির প্রেগন্যান্সির গুঞ্জন শোনা গিয়েছে। প্রথমবার দ্য গ্রেট কপিল শর্মা শো-তেও পরিবার কল্পনার কথা পিছু ছাড়ল না রাঘব-পরিণীতার। শনিবার রাঘব চড্ডার সঙ্গে শর্মাজির শোয়ে অতিথি হিসেবে পৌঁছেছিলেন ইশকজাদে নায়িকা পরিণীতি চোপড়া। অনুষ্ঠানে কথোপকথনের মাঝে রাঘব এমন একটি মন্তব্য করে বসেন যা ‘গুড নিউজ’বা সুখবরের ইঙ্গিত বহন করছে বলেই অনুমান। রাঘবের মন্তব্য শুনে রীতিমতো চমকে যান খোদ পরিণীতিও।
আরও পড়ুন লাল গালিচায় মাতৃত্ব উদযাপন, বেবি বাম্প আগলে মেট গালায় অভিষেক কিয়ারার
কপিল শর্মার শো মানেই হাসির ফোয়ারা। রাঘব-পরিণীতির সঙ্গে ব্যক্তিগতজীবনের একটি মজার ঘটনা শেয়ার করেন কপিল। তিনি কী ভাবে তাঁর মা বিয়ের পরপরই "নাতি-নাতনির" জন্য চাপ দিতে শুরু করেন। এরপর মজার ছলে সেলেব দম্পতিকে এখনই পরিকল্পনার পরামর্শ দেন, না হলে চাপের মুখে পড়তে হবে।
এরপর রাঘবও বলেন, 'দেব আপনাকে দেব, গুড নিউজ খুব শীঘ্রই দেব!' বেটারহাফের মুখে এই কথা শুনে বিস্ময় আর হাসি চেপে রাখার চেষ্টা করেন পরিণীতি। রাঘবের কথার সূত্র ধরে কপিল আরও একধাপ এগিয়ে জানতে চান সুখবর কী এসে গিয়েছে? সকলকে লাড্ডু খাওয়াতে হবে? রাঘবও মজা করে উত্তর দেন, 'দেব… কখনও না কখনও দেব!'
আরও পড়ুন
সিদ্ধার্থ-কিয়ারার পর এবার রাঘব-পরিণীতির জীবনেও আসছে তাঁদের প্রথম সন্তান? শর্মাজির সঙ্গে আড্ডায় সেই ইঙ্গিতই দিলেন তারকা দম্পতি? দ্য গ্রেট কপিল শর্মার শোয়ে প্রথমবার রাঘব-পরিণীতির উপস্থিতি যে নতুন চর্চা উসকে দিল সে কথা বলাইবাহুল্য। একদিকে রাঘব-পরিণীতির কথায় যেমন স্টুডিওতে হাসির রোল ওঠে তেমনই ভক্তদের মনেও জাগছে নতুন প্রশ্ন। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে সেলেব দম্পতি সুখবর দেন। অন্যদিকে ক্যাটরিনা কইফেরও অন্তঃসত্ত্বা নিয়ে জল্পনা বেশ জোড়াল হচ্ছে।
আরও পড়ুন পরিবারের সঙ্গে হাসপাতালে হবু মা, আচমকা কী হল মম টু বি কিয়ারার?