কৃষক আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আন্দোলনরত কৃষকদের ‘খলিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ বলেও তোপ দেগেছিলেন। শুধু তাই নয়, শিখ সম্প্রদায়কে নিয়েও আপত্তিকর মন্তব্য করার অভিোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। যার জেরে ইতিমধ্যেই কঙ্গনার বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক FIR। এবার পাঞ্জাবে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী।
দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সিংহভাগই ছিলেন পাঞ্জাব থেকে। আর তাঁদের ওপরই আক্রমণ হেনেছিলেন কঙ্গনা। যার মাশুল এখনও গুনতে হচ্ছে অভিনেত্রীকে। যার জেরে শুক্রবার পাঞ্জাবে প্রবেশ করতেই কঙ্গনাকে ঘিরে তুলকালাম কাণ্ড। এদিন চণ্ডীগড়-উনা হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ে কিরাতপুরে অভিনেত্রীর গাড়ি ঘেরাও করে প্রতিবাদ চালায় একদল কৃষক।
<আরও পড়ুন: ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে তৎপর সওয়াই মাধোপুর প্রশাসন, ভাইরাল হল চিঠি>
অভিনেত্রী নিজেই বিপাকে পড়ে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। বিক্ষোভরতদের হাতে দেখা গেল সংগঠনের পতাকা, মুখে স্লোগান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শেষমেশ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ময়দানে নামে। কঙ্গনার গাড়ি ঘেরাও করে অভিনেত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবিও রাখেন তাঁরা। বিক্ষোভ প্রদর্শনকারীদের মধ্যে এক মহিলাই সপাটে বলে বসেন কঙ্গনার উদ্দেশে, "মুখ সামলে ভেবেচিন্তে কথা বলবেন।"
বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন তিনি। সর্বদাই বিতর্কের শিরোনামে। কৃষক আন্দোলন যেদিন থেকে শুরু হয়েছে, তখন থেকেই একের পর এক টুইটে তিনি দেশের অন্নদাতাদের ‘জঙ্গি’, ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ চালিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, দিন কয়েক আগে যখন বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী, তখনও কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন বলিউড অভিনেত্রী। তাঁর মন্তব্য, "রাস্তার লোকেরা যদি এবার দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে থাকে, তাহলে মুশকিল।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন