Advertisment
Presenting Partner
Desktop GIF

পুজোর আগেই টেলিপর্দায় 'নবদুর্গা' কোয়েল মল্লিক

Bengali Television, বাংলা টেলিভিশন, Koel Mallick, কোয়েল মল্লিক, Sun Bangla, সান বাংলা, Bengali Actress, বাঙালি অভিনেত্রী, Bengali Heroine, বাঙালি নায়িকা

author-image
IE Bangla Web Desk
New Update
Actress Koel Mallick's special Nabadurga performance on Sun Bangla

নবদুর্গা রূপে কোয়েল মল্লিক। ছবি সৌজন্য: সান বাংলা

Bengali Television, Koel Mallick, Sun Bangla: কোয়েল মল্লিক বাংলা বিনোদন জগতের সবচেয়ে সফল নায়িকা-অভিনেত্রী। কুড়ি বছরে কখনও কমেনি তাঁর জনপ্রিয়তা। বরং সময়ের সঙ্গে সঙ্গে ছকবাঁধা বাংলা ছবি থেকে বেরিয়ে অন্যধারার ছবিতে অভিনয় করেছেন, নিজেকে বিভিন্ন ধরনের চরিত্রে প্রমাণ করেছেন কোয়েল। ছোটপর্দায় দর্শক তাঁকে একাধিকবার দুর্গা-রূপে দেখেছেন। মহালয়ার অনুষ্ঠানে তাঁর মহিষাসুরমর্দিনী রূপ দর্শকের অত্যন্ত প্রিয়। কিন্তু এবার পুজোর অনেক আগেই 'নবদুর্গা' রূপে ছোটপর্দায় আসছেন কোয়েল মল্লিক।

Advertisment

সান বাংলার বিশেষ অনুষ্ঠান 'মনের উৎসব প্রাণের উৎসব'-এ জনপ্রিয় নায়িকাকে দেখা যাবে নবদুর্গা রূপে। সান বাংলা বিগত বেশ কয়েক মাস ধরে বাংলা-র কোণে কোণে আয়োজন করছে 'মনের উৎসব প্রাণের উৎসব' শীর্ষক অনুষ্ঠান। সেখানেই এবার বিশেষ নবদুর্গা নৃত্যানুষ্ঠানে দুর্গা রূপে এলেন কোয়েল মল্লিক। অনুষ্ঠানের আসর বসেছিল বারাসতে, গত মাসের শেষের দিকে। আগামী রবিবার, ৭ জুলাই রয়েছে এই অনুষ্ঠানের সম্প্রচার সান বাংলা চ্যানেলে।

আরও পড়ুন: গঙ্গার জীবনে ঝড় তুলবে তারাসুন্দরী, ধারাবাহিকে আসছে নতুন চমক

এই বছরের গোড়ায় সান বাংলা চ্যানেলের সম্প্রচারের শুরু থেকেই ওই চ্যানেলের সঙ্গে বিশেষভাবে যুক্ত হয়েছেন কোয়েল। ওই চ্যানেলে সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত ধারাবাহিক 'মহাতীর্থ কালীঘাট'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। সান বাংলা চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিকেরই রয়েছেন একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং তাঁরা প্রত্যেকেই বাংলা বিনোদন জগতের নায়ক বা নায়িকা। সেই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন: টালিগঞ্জের শিল্পী-কলাকুশলীদের পথে নামার ডাক সোমবার

নবদুর্গার এই বিশেষ পারফরম্যান্স নিয়ে কোয়েল মল্লিক জানালেন, ''নাচ বরাবরই আমার প্যাশন। 'মনের উৎসব প্রাণের উৎসব' অনুষ্ঠানে আরও অনেক প্রতিভাসম্পন্ন শিল্পীদের সঙ্গে পারফর্ম করতে পেরে আমার খুব ভাল লাগছে। সান বাংলা চ্যানেলের যাত্রা শুরু হওয়ার সময় থেকেই আমি ওই চ্যানেলের সঙ্গে বিশেষ ভাবে সংযুক্ত। বারাসতে যাঁরা আমার অনুষ্ঠান দেখতে এলেন তাঁদের অনেক ধন্যবাদ।''

পাশাপাশি টেলিভিশনে যে দর্শক কোয়েল মল্লিককে 'নবদুর্গা' রূপে দেখবেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন নায়িকা। আপাতত তিনি ব্যস্ত দু'টি ছবির কাজ নিয়ে-- পরমব্রত-র 'বনি' ও অরিন্দম শীলের 'মিতিনমাসি'।

koel mallick Bengali Actress Bengali Television
Advertisment