Manasi Sinha-RG kar: ট্রামে বাসে মেয়েদের সঙ্গে অত্যাচারের কথা তো শোনা যেত অনেকই। কিন্তু হাসপাতালে একজন ডাক্তারের সঙ্গে এরকম আচরণ হওয়ার পরে মেয়েরা যেন আর কোথাও সুরক্ষিত নয়। এবার আর নিজেকে সামলে রাখতে পারলেন না মানসী সিনহা।
গোটা কলকাতা শহরে শেষ কিছুদিনে যা ঘটেছে তা সবাই দেখেছেন। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে, জুনিয়র ডাক্তারের মৃত্যুতে তোলপাড় গোটা শহর। নারী অত্যাচার এবং শ্লীলতাহানির বিরুদ্ধে সরব হয়েছেন চিকিৎসা বিদ্যার সঙ্গে যুক্ত অন্য পেশাদার মানুষরা, কিংবা সাধারণ মানুষের অনেকে।
Advertisment
আওয়াজ তুলেছিলেন তারকারাও। এ রাজ্যে বিচার হয় না, জাস্টিস পাওয়া এই রাজ্যে সম্ভব নয় এই প্রসঙ্গে গানও লিখে ফেলেছিলেন অনুপম রায়। যতবার এই রাজ্যে নারীদের সঙ্গে অত্যাচার করা হয়েছে, ততবারই তার চারিত্রিক গুণাবলী, তার পোশাক, এবং তাকে নানান বিধি নিষেধে বেঁধে ফেলে দোষারোপ করা হয়েছে। মেয়েরা নিরাপত্তা হীনতায় ভুগছে গোটা কলকাতা শহর জুড়ে।
ট্রামে বাসে মেয়েদের সঙ্গে অত্যাচারের কথা তো শোনা যেত অনেকই। কিন্তু এবার হাসপাতালে একজন ডাক্তারের সঙ্গে এরকম আচরণ হওয়ার পরে মেয়েরা যেন আর কোথাও সুরক্ষিত নয়। এবার আর নিজেকে সামলে রাখতে পারলেন না মানসী সিনহা। অভিনেত্রী আওয়াজ তুললেন মেয়েদের নিরাপত্তাহীনতার বিরুদ্ধে। এক গুরুতর পরামর্শ দিলেন মেয়েদের... কি বলছেন অভিনেত্রী?
সহজ কথাতেই তিনি জানিয়ে দিলেন যার ভয় পাওয়ার প্রয়োজন নেই। বরং কি করতে হবে? সঙ্গে কি রাখতে হবে এটাই আসল প্রশ্ন। অভিনেত্রী সমাজ মাধ্যমের পাতায় লিখছেন... " নিরাপত্তাহীনতায় না ভুগে, সঙ্গে একটা ব্লেড রাখ মেয়ে। ওটা দরকার।"
অভিনেত্রীর এই পোস্টে তাকে সহমত জানিয়েছেন অনেকেই। কেউ বললেন সঙ্গে আরো কয়েকটা জিনিস খুব প্রয়োজনীয়। আবার কারোর কথায় নিজেকে বাঁচাতে গেলে যে কোন অস্ত্র সত্যি প্রয়োজন। কেউ বললেন সারা বছর দুর্গাকে পঁচাশি হাজার টাকা না দিয়ে ওই অর্থে সারা বছর সুনিশ্চিত করুন জ্যান্ত উমার নিরাপত্তা।
আরজিকরের জুনিয়র ডাক্তারের সেমিনারে হল থেকে প্রাপ্ত দেহ যেন আরো একবার প্রমাণ করে দিল এই শহরে আজও মেয়েরা সুরক্ষিত নয়। স্বস্তিকা মুখার্জি থেকে ঋদ্ধি সেন, অনুপম রায়, শ্রীলেখা মিত্র কেউই বাদ পড়েন নি বিচার চাইতে। কিন্তু আদৌ কি বিচার মিলবে এই প্রশ্নই তুলেছিলেন তারা সব সময়?