শুধু একের পর এক বিচ্ছেদের খবর। টলিউড হোক কিংবা বলিউড, তারকাদের মধ্যে বিয়ে যেমন হচ্ছে তেমন বিচ্ছেদ কিন্তু প্রচণ্ড মাত্রায় হচ্ছে। আবারো এক অভিনেত্রীর বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে। অভিনেত্রী পায়েল রোহাতগি ২০২২ সালে কুস্তিগীর এবং মোটিভেশনাল স্পিকার সংগ্রাম সিংকে বিয়ে করেছিলেন। কিছুদিন আগেই, পায়েল সংগ্রাম সেনের ফাউন্ডেশন থেকে তার পদত্যাগ সম্পর্কে জানিয়েছিলেন। এবং এরপর থেকে তাদের বিচ্ছেদের খবর আরও দানা বাঁধে।
বছর তিনেক হয়েছে তারা গাঁটছড়া বেঁধেছেন। এবং, সাম্প্রতিক কিছু কান্ড কীর্তি তোদের বৈবাহিক জীবনের দোলাচলকে আরও বেশি করে লোকনজরে এনে দিয়েছে। পায়েল একটি নোটিসের মাধ্যমে জানিয়েছিলেন, তার স্বামী সংগ্রাম সিংয়ের ফাউন্ডেশনের সঙ্গে তিনি আর যুক্ত নন। এবং সংগ্রাম, তাদের তৃতীয় বিবাহবার্ষিকীর সময়েই তাদের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। তাকে বলতে শোনা গেল..
"আমাদের মধ্যে ডিভোর্স নিয়ে কোনো রকম কথা হয়নি। আমরা ১৪ বছর ধরে একসঙ্গে রয়েছি এবং সব সময় থাকবো। আমি আমার সমস্ত ফোকাস ভালো কাজের দিকেই রাখি। বিবাহ বিচ্ছেদ দিয়ে কি ধরনের আলোচনা হচ্ছে সেই বিষয়ে কান দিচ্ছি না এবং সকলকে অনুরোধ করব যে আপনারা এই বিষয়ে কান দেবেন না বা বিশ্বাস করবেন না।" তাহলে কেন অভিনেত্রী তার ফাউন্ডেশন থেকে দিলেন? তাহলে কি অভিনেত্রী নিজে নিজেই ঠিক করে নিচ্ছেন সব? এই প্রসঙ্গে তাকে বলতে শোনা গেল...
Singer Hospitalised: শরীরে নানা সংক্রমণ, আইসিইউতে চিকিৎসাধীন জাতীয় …
"এটা সম্পূর্ণ পায়েলের নিজের সিদ্ধান্ত। এবং তার এই সিদ্ধান্ত কে আমি সম্মান করি। আমাদের দুজনেরই কাজের প্রতি আলাদা রকমের দৃষ্টিভঙ্গি রয়েছে। এই পরিস্থিতিতে তিনি যা সিদ্ধান্ত নিয়েছেন আমি আশা করব সবটাই ভেবে চিন্তে নিয়েছে। এবং ভালোর জন্যই করেছেন যা করেছেন। হ্যাঁ আমি তাকে বাধা দিইনি কারণ আমি দিতামও না। তিনি নিজের স্বাধীন সিদ্ধান্ত নিতে অভ্যস্ত। এখানে কারোর কোন ভুল নেই প্রত্যেকটা মানুষই আলাদা।" কুস্তিগীর বারবার জানিয়েছেন, যে তার এবং পায়েলের মধ্যে সবই ঠিক আছে।
যদিও এই কথা অজানা নয়, কিছুদিন আগেই পায়েল তার স্বামী সংগ্রামকে নিয়ে এক অদ্ভুত মন্তব্য করেছিলেন। পায়েল সন্তানে জন্ম দেওয়া নিয়ে, তার সঙ্গে দুর্ব্যবহার পর্যন্ত করেছিলেন সংগ্রাম। সেই নিয়ম সমালোচনা করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।