scorecardresearch

মা হলেন নুসরত জাহান, কোল আলো করে এল পুত্র সন্তান

জানা গিয়েছে, প্রসবের সময় নুসরতের ইচ্ছা অনুযায়ী পাশে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।

মা হলেন নুসরত জাহান, কোল আলো করে এল পুত্র সন্তান
নুসরত জাহান

অবশেষে এল সেই কাঙ্খিত মুহূর্ত। মা হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। বৃহস্পতিবার পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী-সাংসদ। পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে এদিন দুপুর ১টার পর সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান সুস্থ রয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, প্রসবের সময় নুসরতের ইচ্ছা অনুযায়ী পাশে ছিলেন সঙ্গী যশ দাশগুপ্ত। তবে সন্তানের জন্মের বিষয়ে এখনও কিছু বলেননি তাঁরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন নুসরত। ছবিতে স্পষ্ট, মাতৃত্বের ঔজ্জ্বল্য তাঁর চোখে-মুখে। কোনও মেক আপ নেই। খোলা চুল, ফোলা মুখ, চোখে চশমা পরে সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ভয় দূর হয়ে জোরাল হচ্ছে বিশ্বাস।” মাতৃত্বের বিশেষ মুহূর্তের আগে নিজের চারপাশে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে ঘিরতে চাইছিলেন, তা তাঁর পোস্ট থেকে স্পষ্ট হয়।

[আরও পড়ুন: নুসরতের মা হওয়ার খবরে খুশি ধরছে না ‘মাসি’ মিমি-তনুশ্রীদের, কী বললেন তারকারা?]

[আরও পড়ুন: পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরত, কী বলছেন ‘প্রাক্তন’ নিখিল জৈন?]

সূত্রের খবর, বুধবার রাত সাড়ে দশটার পর পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে ভর্তি হন নুসরত। হাসপাতাল সূত্রে খবর, আজ বেলা সাড়ে বারোটা থেকে ১টার মধ্যে অপারেশন হয় নুসরতের। এতদিন যে খবরের জন্য সবাই অধীর অপেক্ষায়, সেই খুশির খবর মেলে আজ দুপুরে। সন্তানের জন্ম দিলেন নুসরত জাহান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Actress politician nusrat jahan welcomes baby boy