/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/rakhi.jpg)
rakhi sawant health: অসুস্থ রাখী সাওান্ত
Rakhi Sawant News: সবসময় বিতর্কে থেকেছেন। নিজের পোশাক-আচরণ, সবকিছুতেই অত্যধিক মাত্রার কারণে আলোচনায় থেকেছেন রাখী। কিন্তু, অভিনেত্রী নাকি চূড়ান্ত অসুস্থ। সম্প্রতি ভাইরাল তাঁর একটি ছবি।
হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। বিরাট উৎফুল্ল মানুষটিকে এভাবে শুয়ে থাকতে দেখে উদ্বিগ্ন ভক্তরা। জটিল রোগে আক্রান্ত অভিনেত্রী। তাঁর কী হয়েছে? হাসপাতালে অভিনেত্রীকে দেখে প্রথমে শোনা যাচ্ছিল, তাঁর হয়তো হৃদযন্ত্রের কোনও রোগ হয়েছে। তবে, এবার জানা যাচ্ছে, তাঁর জরায়ুর সমস্যা দেখা দিচ্ছে।
অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে এনেছেন তাঁর প্রাক্তন স্বামী রিতেশ। রাখির জরায়ুতে টিউমার। বেশ কিছুদিন ধরে, বুকে এবং পেটে ব্যাথা হচ্ছিল তাঁর। তাঁর প্রাক্তন স্বামী বলেন, "ওর জরায়ুতে টিউমার হয়েছে। পেটে খুব ব্যাথা হচ্ছিল তাঁর। চিকিৎসকরা আশঙ্কা করছেন ক্যানসারের। পরীক্ষা চলছে। হয়তো, অস্ত্রোপচার হবে। তাঁর আগে দেখে নিতে চান, আদৌ ক্যানসার হয়েছে কিনা।"
এদিকে, রাখী সবসময় প্রচারের আলোয় থাকতে চান। তিনি, এমন সব কাণ্ড-কীর্তি করেন, যে কারণে নানা কিছুতে তাঁকে নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। অনেকেই ভাবছেন পুনম পাণ্ডের মতো তারাও হয়তো, প্রচারের আলোয় থাকতে এসব করছেন।
কিন্তু, তাঁর স্বামী জানিয়েছেন, "এটা মজার ঘটনা না। রাখীর ভাবমূর্তি এমন, হয়তো সবাই ভাবছে ও মিথ্যে বলছে। ওর অবস্থা এবার সত্যিই সংকটজনক। সত্যিই অসুস্থ ও। কিছু মানুষ কিছুতেই মানতে চাইছেন না। সবাই ভাবছে ও বিতর্ক তৈরি করতে চাইছে। কিন্তু, ওর জন্য প্রার্থনা করুন।"
উল্লেখ্য, অভিনেত্রীকে কিছুদিন আগেই তোয়ালে পড়া অবস্থায় একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল। আর একদিনের মধ্যেই এই খবর।