গত শনিবারই কলকাতা বইমেলা থেকে পকেটমারির অভিযোগে অভিনেত্রী রূপা দত্তকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। সোমবার তাঁকে মহকুমা আদালতে পেশ করা হলে ১৭ মার্চ পর্যন্ত অভিনেত্রীকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। তবে সংশ্লিষ্ট ঘটনায় তদন্ত নিয়ে পুলিশও প্রশ্নের মুখে পড়েছে।
এদিকে রূপা দত্তের আইনজীবী আজ আদালতে জামিনের আবেদন জানান। তাঁর দাবি, "জামিন দিয়ে গৃহবন্দি রাখুন।" কিন্তু বিধানননগর মহকুমা আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। পুলিশের তরফে দাবি করা হয়, "এখনই জামিন দিয়ে দিলে সাক্ষীর ওপর প্রভাব খাটাতে পারেন ধৃত।" যদিও অভিনেত্রীর আইনজীবী পাল্টা দাবি করেছেন যে, পুলিশ সঠিক তথ্য-প্রমাণই এখনও আদালতে জমা দিতে পারেননি। অন্যদিকে শুনানি চলাকালীনই রূপা দত্ত কান্নায় ভেঙে পড়েন বলে জানা গিয়েছে।
<আরও পড়ুন: ফের ক্লাস টেনের পরীক্ষায় বসছেন অভিষেক, জুনিয়র বচ্চনের জন্য গর্বিত অমিতাভ>
ঠিক কী ঘটেছিল শনিবার? এদিন সন্ধ্যায় ডাস্টবিনে কয়েকটি মানি ব্যাগ ফেলে চলে যাওয়ার সময়েই পুলিশের নজরে পড়েন অভিনেত্রী। এখানেই সন্দেহের সূত্রপাত। জিজ্ঞাসাবাদ করতেই আমতা-আমতা করতে থাকেন। সঠিক উত্তর না দিতে পারায় এরপর তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
বিধাননগর থানায় নিয়ে এসে জেরা করার সময়ই তল্লাশি চালানো হয় অভিনেত্রীর ব্যাগে। দেখা যায় একাধিক মানিব্যাগ রয়েছে তাতে। তার কাছ থেকে ৭৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। কেপমারির অভিযোগে তাকে শ্রীঘরে নিতেই চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসে। তিনি জানান, এরকম একাধিক মেলা এবং অনুষ্ঠান চত্বরেই এই কাজ করতেন তিনি!ব্যাগের ভেতর থেকেই মিলেছে এক ডায়েরি, তাতে লেখা রয়েছে সব টাকা পয়সা লেনদেনের হিসেব।
উল্লেখ্য, পীযূষ সাহার 'কেল্লাফতে' ছবি দিয়েই অভিনেত্রী হিসেবে ডেবিউ করেছিলেন রূপা। বিপরীতে ছিলেন অঙ্কুশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন