'বাড়িতে একটা ১১ বছরের মেয়ে আছে স্যার...', একজন বাবা এভাবেই এগিয়ে এলেন প্রতিবাদে। যেভাবে সারাদিন সারারাত এক করে আন্দোলন চলছে, তাতে আন্দোলনরত মানুষদের যাতে অসুবিধা না হয়, সেই কারণে এগিয়ে এসেছেন সাধারণ মানুষ। কেউ জলের বোতল পাঠাচ্ছেন, আবার কেউ খাবার আনছেন।
আর তেমনই এক হৃদয় কাঁপানো মুহূর্ত দেখালেন সুদীপ্তা। আসলে, অভিনেত্রী প্রথম দিন থেকেই আন্দোলনে যোগ দিয়েছেন। তাঁর পাশাপাশি তিনি নানা তথ্য থেকে ভিডিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। এবারও ব্যতিক্রম নয়। সাধারণ মানুষদের তরফে সাহায্য আসছে। এবার এক ভদ্রলোক নিয়ে এলেন মিষ্টি। তবে, এক কন্যা সন্তানের বাবাও তিনি। তাই তো, আন্দোলন করছেন যারা তাদের ভগবান জ্ঞানেই সেবা করতে এসেছেন।
যেই ভিডিও সুদীপ্তা শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, এক ভদ্রলোক আন্দোলনরত মানুষদের উদ্দেশ্যে মিষ্টি দিচ্ছেন। বলছেন, আমি সামান্য টুকু খাবার দিতে এসেছি ভগবানদের উদ্দেশ্যে। যারা জ্যান্ত ভগবান, আন্দোলন করছেন তাদের জন্য একটু আহার মাত্র। দীর্ঘ ১১ - ১২ বছর ধরে যে অন্যায় অবিচার চলে আসছে, যার কোনো বিচার হয়নি, সেটার প্রতিবাদ হচ্ছে। আমরা শুধু একটু অংশ নিতে এসেছি। কিন্তু, এসব কিছুর ঊর্ধ্বে যেকথা মন খারাপের, তা হল সেই ভদ্রলোকের অন্তরের কথা।
আরও পড়ুন - Subhashree Ganguly - Yaalini: ছেলের জন্মদিনে বড় সারপ্রাইজ, মেয়েকে দেখালেন শুভশ্রী
'ভগবানদের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি। আমি সামান্য একটা ট্রাভেল এজেন্সিতে চাকরি করি স্যার। কিন্তু কাল আমার ১১ বছরের মেয়েটারও যদি....' কি করে বোঝাই এ অবস্থায় আপনারাই আমাদের ভগবান। এভাবেই সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে, হৃদয়গুণে। ওনার সামর্থ্য কম, কিন্তু যা হাতে তুলে দিচ্ছেন, যেভাবে তুলে দিচ্ছেন তা যেন স্বয়ং ঈশ্বরের প্রসাদ🙏। আর যে কথাগুলো বলছেন, তা যে দুঃখী মনে কত শান্তি দেয়, কত ব্যাথার প্রলেপ জোগায়, তা হয়ত উনি নিজেও জানেন না❣️। অশেষ কৃতজ্ঞতা আপনাদের সবার কাছে। দাঁতে দাঁত পিষে কষ্ট করতে হচ্ছে আমাদেরও, সাথে আপনাদেরও। তবেই সূর্যের ভোর আসবে৷ একজোট থাকুন। হাতে হাত ধরে রাখুন। বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেবেন না। গুজব ছড়ানোর, বিশৃঙ্খলা ঘটানোর লোক এমনিতেই মিশে রয়েছে। অন্ধকার এখন সবচেয়ে গাঢ়, তাই জাগতে রহো ও ও ও। চূড়ান্ত কালো আঁধারের পরই সূর্যোদয়ের ভোর আসে।
Posted by Indira Das on Wednesday, September 11, 2024
এক কন্যা সন্তানের বাবা তিনি। তাই তো ভয়ে কাঁপছেন তিনি। বলছেন, "আমার ঘরে একটা মেয়ে আছে। যার ১১ বছর বয়স। একদিন, আমার মেয়ের সঙ্গে এরকম হতে পারে। আমি সামান্য একটা ফুড এন্ড ট্রাভেল এজেন্সিতে চাকরি করি।" এই ভিডিও শেয়ার করেই সুদীপ্তা ভালবাসা এবং সহমত জানিয়েছেন। এমন সব ঘটনাই যেন ইতিহাসে রয়ে যাবে, এমনই বলছেন এক ব্যক্তি।
রাত দিন, ঝড় বৃষ্টি সব এক করে, সকলে আন্দোলন করছেন। সর্বস্তরে সবাই নিজেদের সর্বস্ব দিয়ে প্রতিবাদ করছেন। আর অভিনেত্রীদের মধ্যে সুদীপ্তা অন্যতম। তারকারা অনেকেই রাস্তায় নেমেছেন। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শ্রীলেখা মিত্র এমনকি মীর থেকে তথাগত মুখোপাধ্যায় রয়েছেন সেই তালিকায়।