/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/Swara-Bhasker.jpg)
স্বরা ভাস্কর, ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন, অক্টোবরেই সন্তান আসছে স্বরা ভাস্করের
Swara Bhaskar Baby News: কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। কানাঘুষো হচ্ছিল, তিনি হয়তো অন্তঃসত্ত্বা। অবশেষে জল্পনায় সিলমোহর দিলেন স্বয়ং অভিনেত্রী নিজেই। সন্তানসম্ভবা অভিনেত্রী স্বরা ভাস্কর। অক্টোবর মাসেই বাবা-মা হতে চলেছেন স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ।
প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসেই বিয়ে করেন স্বরা ভাস্কর। ফাহাদ সমাজবাদী পার্টির যুবনেতা। তাঁরা প্রথমে কোর্ট ম্যারেজ করেন। তার পর আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেন। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে সুখবর ভাগ করে নিয়েছেন। গোলাপী গাউনে স্বরা এবং খয়েরি শার্টে ফাহাদ। নদীর ধারে বসে রয়েছেন দুজনে। সেখানে স্বরাকে আলিঙ্গন করে রয়েছেন ফাহাদ।
আরও পড়ুন বিয়ের চারমাসেই অন্তঃসত্বা স্বরা ভাস্কর! মুখ খুললেন অভিনেত্রী…
ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে বেবি বাম্প। ক্যাপশনে লিখেছেন, 'কিছু সময় আমাদের সব প্রার্থনার উত্তর যেন একটাই হয়। ভাগ্যবান, উত্তেজিত, এক নতুন পৃথিবীতে পা দিতে চলেছি আমরা।' সঙ্গে অভিনেত্রী হ্যাশট্যাগ জুড়ে দেন 'ফ্যামিলি, নতুন সদস্য, অক্টোবর বেবি।'
Sometimes all your prayers are answered all together! Blessed, grateful, excited (and clueless! ) as we step into a whole new world! 🧿❤️✨🙏🏽 @FahadZirarAhmad#comingsoon#Family#Newarrival#gratitude#OctoberBabypic.twitter.com/Zfa5atSGRk
— Swara Bhasker (@ReallySwara) June 6, 2023
গত ১৬ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন ফাহাদ এবং স্বরা। দিল্লিতে সইসাবুদ করে বিয়ে তার পর নিজের বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠান করেন তাঁরা। তাঁদের সেই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। মুসলিমকে বিয়ে করার জন্য তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় স্বরাকে। ফেব্রুয়ারিতে বিয়ের পর চার মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা তা নিয়ে এবারও প্রশ্ন উঠেছে সমাজমাধ্যমে। উল্লেখ্য, আলিয়া ভাট এবং রণবীর কাপুর বিয়ের কয়েক মাসের মধ্যে সন্তান আসার খবর দেন।