'পিয়া অনুপমের দ্বিতীয় স্ত্রী, ওকে ট্রোল করল না কেন?' পরমের সঙ্গে সম্পর্ক! মোক্ষম জবাব স্বস্তিকার

Parambrata-swastika: ১৫ বছর আগে সম্পর্কের ইতি, তাও কেন? বিস্ফোরক অভিনেত্রী

Parambrata-swastika: ১৫ বছর আগে সম্পর্কের ইতি, তাও কেন? বিস্ফোরক অভিনেত্রী

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Parambrata swastika dance actress reveals the true relationship

পরমের বিয়ে প্রসঙ্গে স্বস্তিকা ( Parambrata- Swastika )

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। দুটি মানুষের বিয়ে নিয়ে হাসাহাসি, শোরগোল, অনুপম রায়কে ধোঁকা দেওয়ার মতো প্রবাদ শোনা গিয়েছে দর্শকদের মুখে। তাতে কী? দুজনে, দিব্যি সংসার করছেন। পরমব্রত এবং পিয়া কিছুদিন আগেই রিসেপশনের আয়োজন করেছিলেন।

Advertisment

ইন্ডাস্ট্রিতে বিয়ে মানেই পুরনো সম্পর্ক টেনে জলঘোলা করা। তিক্ততা, এবং সমালোচনায় মুখর পরিবেশ তখন। পরমব্রত এবং পিয়ার বিয়ে নিয়েও একই গল্প। টানা হয়েছে অনুপম এবং স্বস্তিকাকে। পরমকে বউ চোর পর্যন্ত আখ্যা দেওয়া হয়েছে। আর এতেই গুরুতর আপত্তি স্বস্তিকা মুখোপাধ্যায়ের। তিনি সবসময় বেশ স্পষ্ট বক্তা। নিজের কথা সহজেই বলে ফেলেন। পরমের সঙ্গে তার বেশ পুরনো সম্পর্ক ছিল, যেটি আজ অতীত। কেন টানা হবে?

Advertisment

এক সাক্ষাৎকারে অভিনেত্রী রীতিমতো বিরক্তির সঙ্গে বললেন, "এখন ফেসবুক পুরো জেঠিমাতে ভরে গিয়েছে। কারণ? তাদের মানুষকে নিয়ে চর্চা করা স্বভাব। আমাদের ছোটবেলায় ছিল না, একদল পাড়ার জেঠিমা, যারা সবকিছু নিয়ে সমালোচনা করত। ঠিক তাদের মত মানুষ বিদ্যমান।" নিজের বক্তব্য এখানেই শেষ করলেন না। পরমব্রত পিয়ার বিয়েতে তাঁকে টেনেও যে ট্রোল করা হল, এতে বিশেষ উল্লেখ করে বললেন...

আরও পড়ুন - কয়টা বিয়ে করেছেন সৌরভ? বউ দর্শনাই জানিয়ে দিলেন সত্যিটা

"আমার সঙ্গে ১৫ বছর আগে পরমের সম্পর্ক ছিল। মানে সেটা বিরাট অতীত। সেইসময় যারা ছিল, তাদের বাচ্চা বড় হয়ে গিয়েছে হয়ত। কিন্তু সেটাও টানা হল। তাঁর থেকেও বড় কথা, পিয়াকে নিয়ে তো এত কথা। অনুপমকে কেন ট্রোল করা হল না? পিয়া তো, অনুপমের দ্বিতীয় স্ত্রী? তাহলে তখন কেন তাঁকে নিয়ে এত বিষাদ, কটাক্ষ করা হল না? যদি, কাউকে নিয়ে আলোচনা করো তাহলে একটু হোমওয়ার্ক করে নিয়ে করো। পিয়া কী কী কাজ করেছে, ওর খারাপ ভাল দিক কোনটা সেটা দেখো। এসব কী?"

উল্লেখ্য, স্বস্তিকা মানেই নানা কথা। তিনি কী পড়লেন, কী খেলেন, কী বললেন সবকিছুর ভিন্ন অর্থ খুঁজে বের করা হয়। এবং তাতে বুড়ো আঙুল দেখান অভিনেত্রী। টলিউড ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও বেশ চেনা মুখ হয়ে উঠেছেন। সিরিজ এনখ সিনেমায় সমান দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

bollywood tollywood Swastika Mukherjee Entertainment News Parambrata Chatterjee