Actress Tragic Death: গতকালই খবর এসেছিল, পড়শী দেশের এক জনপ্রিয় অভিনেত্রী মাত্র ৩২ বছর বয়সেই মারা গিয়েছে। হুমায়রা আজগর, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের নানান ধরনের টিভি ড্রামা এবং মডেলিং এর সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় দু সপ্তাহ ধরে তার মরদেহ ফাঁকা ফ্ল্যাটে পড়েছিল। তার দেহ উদ্ধার করা হয়েছে, করারচির বাসভবন থেকে। গত সাত বছর ধরে তিনি সেই ফ্ল্যাটে একাই থাকতেন।
কি অবস্থায় তার পচা গলা দেহ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় শুনলে গায়ে কাটা দেবে। পাকিস্তানের ভারপ্রাপ্ত থানার ডিআইজি জানিয়েছেন, দেখেই বোঝা যাচ্ছিল বডিটি অনেক দিনের পুরনো। আর কথায়, বিকেল তিনটার দিকে কর্মকর্তারা ঘটনা স্থলে পৌঁছে যখন দেখলেন কোনরকম সাড়াশব্দ পাচ্ছেন না, তারপরে অভিনেত্রীর পচা গলা দেহ বাড়ি থেকে উদ্ধার করা হয়। তবে বর্তমানে জানা যাচ্ছে অন্য খবর। দু সপ্তাহ ধরেছে তাকে কেউ যোগাযোগ করতে পারলেন না, পরিবারের তরফে কেউ চিন্তা করলে না যে মানুষটি বেঁচে আছে কি নেই?
Actress Tragic Death: ফ্ল্যাট থেকে উদ্ধার পচা-গলা দেহ, অকালমৃত্যু অভিন…
মাঝেমধ্যেই সমাজ মাধ্যমে পরিবারের সঙ্গে ছবি আপলোড করতেন। তার মাকেও দেখা যেত। বেশ সুন্দর বন্ডিং ছিল তাদের মধ্যে। তাহলে কি এমন হলো যে পরিবারের তরফেও তাঁর খোঁজ নেওয়া হল না। পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে জানতে পারেন যে অভিনেত্রী আর নেই। তাহলে কি শেষ দু সপ্তাহের পরিবারের তরফে তার কাছে একটা ফোনও আসেনি? অন্যদিকে পাকিস্তানি মিডিয়ার সূত্রে খবর, তার বাবা নাকি মেয়ের বডি কে গ্রহণ করতে পর্যন্ত অস্বীকার করেছেন। পুলিশকে সাফ জানিয়ে দিয়েছেন নিজের মতামত প্রসঙ্গে।
পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর বাবা জানিয়েছেন, "তার মৃতদেহ নিয়ে আমাদের কিছু করার নেই। বরং তাকে নিয়েই আমাদের আর কিছু করার নেই। ওর সঙ্গে বহুদিন আগে আমরা আমাদের সম্পর্ক ছেদ করেছি। আপনাদের যা ইচ্ছে আপনারা তাই করুন। ডেড বডি আমাদের কাছে পাঠাতে আসবেন না কারণ আমরা সেটা গ্রহণ করব না।" পুলিশি তরফে বহুবার তার বাবার সঙ্গে কথা বলে সমস্যা জানার চেষ্টা করা হয়েছে। জানা যাচ্ছে পুলিশ, সর্বপ্রথম এই ডেড বডির প্রসঙ্গে তার ভাইকে ফোন করেছিলেন। তার ভাই জানেন যে তিনি কিছু করতে পারবেন না বাবার সাথে কথা বলতে। তারা পরিবারের কাছে এমনও দাবি রেখেছিলেন যেন বডি গ্রহণ করা হয় এবং শেষ যাত্রা ঠিকভাবে সম্পন্ন হয়। কিন্তু সেই সব কিছুই করবেন না তার পরিবার সাফ জানিয়ে দিয়েছেন।