Adi Shankar-Devil May cry: প্রযোজক আদি শঙ্কর, যিনি বর্তমানে বেশ চর্চায় আছেন। কারণ? প্রযোজক সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন কলকাতা শহর নিয়ে। আদি শঙ্কর, বহু শো প্রযোজনা করেছেন। হলিউড জুড়ে তাঁর প্রজেক্টের সংখ্যা কম নেই। তাঁকে ক্যাসেলভেনিয়া স্পিনোফ সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ, তাঁর বিরুদ্ধে হেনস্থার নানা অভিযোগ আছে। Netflix এর সিরিজ দ্যা গার্ডিয়ান এর প্রযোজক হিসেবে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন।
কিন্তু, তিনি কলকাতা প্রসঙ্গে এমন কিছু বলে বসেছেন, যা আত্মাকে স্পর্শ করবে। তিনি বলেন, আমি কলকাতায় জন্মেছি। এবং তাঁর থেকেও বড় কথা, আপনারা যদি কলকাতা প্রসঙ্গে দেখেন, চারিদিকে চরম দারিদ্রতা সেখানে। আমি সেসব জায়গায় বড় হয়েছি। এধরনের পরিবেশে আমি বড় হয়েছি। গাড়ির কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে দেখো, রাস্তা ঘাট সর্বত্র দেখবে তোমার মত দেখতে একটা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। এবং তাঁরা রাস্তায় বাস করে। সবথেকে অদ্ভুত বিষয় এখানেই, যে কারওর কিছু করার নেই।" তিনি এমন জানান, যে তিনি নাকি বহুবার প্রশ্ন পর্যন্ত করেছেন।
আরও পড়ুন - Shah Rukh Khan-Kajol: ভারতীয় সিনেমার জয়জয়কার! শাহরুখ-কাজলের মূর্তি …
চারপাশে এত দারিদ্রতা দেখে তিনি এও জিজ্ঞেস করেছেন, যে কেন, এখানে এত গরীব মানুষ? কিন্তু কারওর কাছ থেকে কোনও উত্তর তিনি পাননি। এবং এটা আমায় দারুণ সমস্যায় ফেলত, আমায় ভাবতো আমায়। তিনি যখন ভারত ছেড়ে আমেরিকায় চলে গেলেন, তখনো তিনি ভাবতেন। নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি তাঁর মাথায় চলতো নানা কথা। তিনি বলেন...
আমি জানি না, আমার মাথায় এবং মনে কেন আসতো এই বিষয়গুলো। আমি বুঝতে শুরু করলাম, যে হে ঈশ্বর। এটা একটা গিল্ট। এবং ধীরে ধীরে সেই বিষয়টা পরিষ্কার হয়ে গেল। এইটা সারভাইভার গিল্ট, সেটাও বুঝতে পারলাম। আসলে, আমি একটা সঠিক দিকে জন্ম নিয়েছিলাম। আমার জীবন ভাল ছিল। আমি সেই লাকি মানুষ, যার সবকিছু পেতে খুব একটা কষ্ট হয় নি। ঠিক যেন লটারি পেয়ে গিয়েছিলাম। এবং তারপরই আমি চলে এলাম সেই জায়গা থেকে। আমি কোনও বস্তিতে জন্মাইনি। কিন্তু এই ভাবনা চিন্তাগুলো আমায় কষ্ট দিত।"
আরও পড়ুন - Bangladesh Celebs Baishakhi: হাসিনা বিহীন নববর্ষ, যেভাবে উৎসবে মাতল…
কলকাতার সেসব স্মৃতি তাঁর কাছে অন্ধকারের থেকেও ভয়ঙ্কর। এত সুন্দর মানুষ, এত ভাল সব মুহূর্ত, কিন্তু সেই মানুষগুলোর হয়ে কেউ কিছু করেনি। তাঁরা নিজের জীবনটা এমন তৈরি করেনি, কিন্তু তাঁদের সঙ্গে অন্যরা এমন করেছে। প্রযোজককে আরও বলতে শোনা গেল, তাঁদের ওপর উপনিবেশ স্থাপন করা হয়েছিল। তাঁদের জীবনে খারাপ মানুষরা রীতিমতো আধিপত্য বিস্তার করেছিল। Netflix এর ডেভিল মে ক্রাই প্রসঙ্গে বলতে গিয়েই তিনি এহেন নানা কথা বলেন।