Bangladesh Celebs Baishakhi: হাসিনা বিহীন নববর্ষ, যেভাবে উৎসবে মাতলেন বাংলাদেশের তারকারা, দেখে নিন এক ঝলকে...

Bangladesh Celebs Baishakhi: পদ্মাপাড়ের মঙ্গল শোভাযাত্রা নিয়ে নানা আলোচনাও থাকে। আর এপারের মতোই, সেদেশের তারকাদের বৈশাখ নিয়ে নানা ধরণের প্ল্যান করেন। এবারেও তাঁর ব্যতিক্রম না।

Bangladesh Celebs Baishakhi: পদ্মাপাড়ের মঙ্গল শোভাযাত্রা নিয়ে নানা আলোচনাও থাকে। আর এপারের মতোই, সেদেশের তারকাদের বৈশাখ নিয়ে নানা ধরণের প্ল্যান করেন। এবারেও তাঁর ব্যতিক্রম না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bd baishakhi bangladesh

Bangladesh Baishakhi: কে কী করলেন ১লা বৈশাখ উপলক্ষে? Photograph: (Instagram)

Bangladesh Celebrities Poila Baishakh: শুধু এপার বাংলায় না। বরং পদ্মাপাড়েও বাংলা নববর্ষে মাতেন তারকা। তাঁদের কাছে বৈশাখী উৎসবের আনন্দই আলাদা। বাঙালির নানা পার্বণের মধ্যে এই একটা অনুষ্ঠান ভীষণ দাবি রাখে তাঁদের কাছে। পদ্মাপাড়ের মঙ্গল শোভাযাত্রা নিয়ে নানা আলোচনাও থাকে। আর এপারের মতোই, সেদেশের তারকাদের বৈশাখ নিয়ে নানা ধরণের প্ল্যান করেন। এবারেও তাঁর ব্যতিক্রম না।

Advertisment

শেষ কিছু মাসে বাংলাদেশে যা ঘটেছে, সেকথা অজানা নয়। এবং শেখা হাসিনা দেশ ছাড়ার পর, কেউ কেউ যেমন আনন্দে মেতেছেন ঠিক তেমনই তাঁর ঘনিষ্ঠরা গা ঢাকা দিয়েছিলেন। এবং নানা ধরণের গণ্ডগোল রয়েই গিয়েছে সেদেশে। ভিন্ন সব ঘটনার কথা প্রকাশ্যে আসছে। কিন্তু বাংলার নতুন বছরের শুরুতে তারকারা কীভাবে উদযাপনে মেতেছেন।

চঞ্চল চৌধুরীঃ সাধারণত তাঁকে হাসিনা ঘনিষ্ঠ হিসেবেই ধরা হয়। বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় বানানো ছবি মুজিবে তিনি বঙ্গবন্ধুর বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু হাসিনা দেশ ছাড়ার পর সাধারণত তিনি মুখ বুজেছিলেন। কিন্তু, নববর্ষে সমাজ মাধ্যমে পোস্ট করলেন। সন্তান এবং স্ত্রীকে সঙ্গে নিয়েই শুভেচ্ছা জানালেন তিনি। 

Advertisment

আরও পড়ুন  -  Aparajita Adhya: 'মনের চারপাশ মায়ের গন্ধে-গন্ধে ভরে ওঠে', নববর্ষে কী … 

আরেফিন শুভঃ তিনি পর্দার বঙ্গবন্ধু হিসেবেই পরিচিত। নববর্ষ উপলক্ষে তিনি কী করলেন? মা-কে হারিয়েছেন তিনি। শুধু তাই নয়, বিচ্ছেদ হয়েছে স্ত্রীর সঙ্গে। কিন্তু এবার নতুন বছর শুরু হতেই তিনি নতুন এক লুক নিয়ে ফেলেছেন। দাড়ি-গোঁফ কেটে ফেলেছেন তিনি। পোস্ট করে লিখছেন, আমি নববর্ষ। নতুন বছর নতুন লুক। ঝামেলা হচ্ছে শুধু এই যে,কষ্ট গুলো পুরনো। তোমার ও কি তাই? 

পরীমণিঃ অভিনেত্রীর সংসার এখন তাঁর ছেলেমেয়েকে নিয়েই। যেকোনো উৎসবে তাঁদের নিয়েই সময় কাটান তিনি। এবারও তাই। পরনে সাদা রঙের পোশাক, ছেলের মাথায় ওড়না দিয়ে পাগড়ি বেঁধে দিলেন তিনি। শুধু তাই নয়। তাঁর ছেলে রাজ্যর আনন্দ ছিল দেখার মতো। তারপর, ছোট ছোট পা ফেলে নাচতে দেখা গেল। 

কেয়া পায়েলঃ পরনে লাল রঙের শাড়ি। লাজুক হাসিতে মন কাড়লেন তিনি। বৈশাখের জন্য সেজে উঠলেন। পায়ে আলতা থেকে, হালকা মেকাপ, নিজের মেকাপ নিজেই করলেন। সেই ছবি শেয়ার করে লিখলেন, শুভ নববর্ষ ১৪৩২ ।

আরও পড়ুন -  Nabobarsha Exclusive: ছোটবেলায় নববর্ষের দিন আমার বাড়িতে নিরামিষ হত,…

তটীনিঃ উঠতি নায়িকাদের মধ্যে তাঁর নাম উল্লেখযোগ্য। সাদা লাল পেড়ে শাড়ি। ফুলের সাজ ছিল তাঁর সাজের প্রধান আকর্ষণ। এই নায়িকা কিন্তু গতবছর ফের একবার বাঙ্গালদেশ স্বাধীন হওয়ার পর, পথে নেমেই আনন্দে মেতেছিলেন। আর নববর্ষেও সকলে শুভেচ্ছা জানালেন। 

মোস্তফা সারওার ফারুকিঃ পরিচালক এবং বাংলাদেশের মুখ্য উপদেষ্টা বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। যেখানে নববর্ষ শোভাযাত্রা থেকে শুরু করে, দেশের নানা প্রান্তে হওয়া কনসার্টের ছবি এবং ভিডিও শেয়ার করলেন। যেখানে শিল্পী আরাজ আলি গাইছেন। এমন এক প্রতিভাকে গাইতে দেখেই তিইন লিখছেন, আমরা একটা কাঠামো তৈরি করতে পারি যেটা শুধু যে বাংলাদেশের ইমেজ বিল্ডিংয়ে হেল্প করবে তা না, আমাদের শিল্পীরা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবে। আমার ব্যক্তিগত বিবেচনায়, গান হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী কালচারাল অ্যাসেট। বাংলাদেশকে বাইরের দুনিয়ায় গানের দেশ হিসাবে প্রজেক্ট করতে পারলে সবচেয়ে বড় কাজ হবে। 

 

জয়া এহসানঃ কানে গুঁজলেন জবা, হাতে লাল সবুজ চুরি সঙ্গে সুন্দর একটা শাড়ি। জয়া দুই বাংলাতেই সমান জনপ্রিয়। তিনিও নববর্ষের আনন্দে মেতেছেন। একে তো তাঁর নতুন সিজির জিম্মি দারুণ ভালবাসা পাচ্ছে। সব মিলিয়ে এই এক সুন্দর নববর্ষ তাঁর কাছে। 

Bangladesh Bangladeshi actress bangladeshi actor Bangladesh Government Bangladeshi Film