Advertisment

Aditi Rao and Siddharth Wedding: কেন অদিতি ও সিদ্ধার্থের বিয়ের চর্চা তুঙ্গে? নেপথ্যে এই কারণ নয় তো?

Aditi Siddharth Wedding: কেন এই দুই তারকার বিয়ে নিয়ে এত আলোচনা? পুরোনো মন্দিরে বিয়ে করার পাশাপাশি তাদের পারিবারিক নিয়মও হল রীতি মেনে। সেই ছবিই ভাইরাল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aditi sid wedding

Aditi-Siddharth Wedding: তাঁদের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে...

 
অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ বিয়ে করেছেন গতকাল। তারপর থেকেই তারা আলোচনায়। সোজা ভাষায় তাঁরা ভীষণ সাধারণ পারিবারিকভাবে যে বিয়ে করেছেন, সেটাও আকর্ষণ করেছে মানুষকে। ৪০০ বছরের পুরোনো মন্দিরে বিয়ে করেছেন।

Advertisment

তাদের পারিবারিক ঐতিহ্য মেনেই গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। পরনে, সোনালী রঙের লেহেঙ্গা, আর সিদ্ধার্থ পড়েছিলেন ভাস্তি এবং কুর্তা। ছিমছাম সাজ, অদিতি রাজবংশের একথা যেন পরিষ্কার বোঝা যাচ্ছিল। যদিও, দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। কিন্তু, ভালবাসায় যেন সবটাই পাল্টে যায়।

কিছুদিন আগেই এঙ্গেজমেন্ট হয় তাঁদের। আর গতকাল বিয়ে। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সেজেছিলেন তারা দুজনে। একদম স্বল্প সাজ, তাঁর সঙ্গে মেহেন্দির বদলে আলতা। যদিও, এর আগে আলতা পড়েছিলেন সোনাক্ষী সিনহা। আর গতকাল অদিতি আলতা বেশ ডিজাইন করেই পড়েছিলেন।

আরও পড়ুন  -  Koel Mallick: রাজ্যের পরিস্থিতি ভাল নয়, ১০০ বছরে পা মল্লিক বাড়ির পুজোর, বিরাট সিদ্ধান্ত কোয়েলদের

হাতে এবং পায়ে চাঁদ আঁকা, সঙ্গে ছোট ছোট ড্রপ... অভিনেত্রীর সাজ ছিল দেখার মত। অনেকেই জানতে চাইছেন, এই আইডিয়া তিনি কোথাথেকে পেলেন। যদিও, সব্যসাচীর পোশাক গোটা বলিউডের লিডিং নায়িকারা তাঁদের বিয়েতে পরিধান করেছিলেন, কিন্তু এই পোশাকটি একটু ভিন্ন।

বর্তমানে সোনালী এবং প্যাস্টেল শেড বেশি পছন্দ করছেন নায়িকারা। অদিতিকেও নববধূ হিসেবে একদম ভিন্ন লাগছিল। আর ছবি? সমাজ মাধ্যমে ভাইরাল নবদম্পতির ছবি। অন্যান্য বিবাহিত কাপলদের তুলনায় ছবির ভাবনা বেশ অন্যরকম। বিবাহ আসর থেকেও তারা ছবি দেখালেন।

 

 

bollywood Siddharth bollywood actress Bollywood Couple aditi-rao-hydari
Advertisment