scorecardresearch

‘টাকা ফ্যাক্টর না, আমি বড়লোক…’, পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিক কেন! সাফাই গাইলেন আদনান?

পাকিস্তানের মানুষদের অনেক অভিযোগ তাঁকে নিয়ে, শিল্পী বললেন…

adnan sami, adnan sami pakistan, adnan sami indian citizen, adnan sami weight loss, adnan sami diet, adnan sami news
আদনানের স্বীকারোক্তি

পাকিস্তানে পয়সা কম, সে কারণেই ভারতে পালিয়ে এসেছিলেন আদনান সামি? জনপ্রিয় সংগীতশিল্পী এবার মুখ খুললেন এই প্রসঙ্গে। সমস্ত অভিযোগ ভুল প্রমাণ করেছেন তিনি। কী বলছেন?

পাকিস্তান থেকে এদেশে এসে গান গেয়েছেন অথবা মানুষের মনোরঞ্জন করেছেন এমন ব্যক্তিত্ব কম নেই। আদনান সামি নিজেও সেই দলে রয়েছেন। তবে, শুধু পয়সার জন্য নিজের দেশ ছেড়ে এদেশে এসেছেন, একথায় ভীষণ ব্যথিত শিল্পী। ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন ২০১৬ সালে। তারপর থেকেই শিল্পীর ওপর তাদের ক্ষোভ আরও বেড়েছে। কী বলছেন তিনি?

আরও পড়ুন [ ৪৫ দিন টানা শুটিং, সলমনের ‘টাইগার থ্রি’তে শাহরুখের ক্যামিও, যশরাজের প্ল্যানিং ফাঁস! ]

আদনান বলেন, “পাকিস্তানে অনেকেই আমার আড়ালে বলেন যে ভারতে গেছে বেশি টাকা কামাবেন বলে। ওখানে উপার্জনের সুযোগ অনেক বেশি। আমি তাঁদের বলতে চাই, কোনও ধারণা আছে আপনাদের, আমার পরিবারকে নিয়ে। টাকা উপার্জন অথবা এসবের কোনও ধারণাই আমার নেই। আমার অনেক ভাগ্য ভাল যে বড়লোক বাড়িতে জন্মেছি। অর্থ যদি হয়, তবে ঐদেশে আমি অনেককিছু ছেড়ে দিয়েছি। পাকিস্তান থেকে উত্তরাধিকার সূত্রে অনেককিছু পাওয়ার ছিল, যেগুলো কিছুই নিয়ে আসতে পারিনি। টাকা আমার জীবনে ফ্যাক্টর না”।

এখানেই শেষ নয়, দুই দেশের মানুষের মন্তব্যের জেরে বিরক্ত আদনান। শিল্পী ভারতে নানান গান গেয়েছেন। একসময় তাঁর গলায় গান মানেই চূড়ান্ত জনপ্রিয়। শিল্পী বলেন, আমি বুঝতে পারি না কেন লোকজন এটা মেনে নিতে পারে না যে আমি ভারতকে ভালবাসি এবং এখানে বাড়ির মত অনুভূত হয়। রাজনৈতিক প্রেক্ষাপট তো বটেই, তাঁর সঙ্গে দুই দেশের শত্রুতাকেও তিনি এক্ষেত্রে দায়ী করেছেন। জানিয়েছেন, এসব রাজনৈতিক তালমেলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি একজন শিল্পী। রাষ্ট্রহীন ছিলাম একসময়। অনেক কিছু বলতে চেয়েও পারিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Adnan sami replied comment on how people from pakistan said he left for money