Adrija Roy Payment Scam: আর্থিক প্রতারণার শিকার বাঙালি অভিনত্রী, কী ভাবে মোটা টাকা খোয়ালেন অদ্রিজা?

Adrija Roy: বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ অদ্রিজা রায়। টলিপাড়ার গণ্ডি পেরিয়ে এখন মায়ানগরীই তাঁর স্থায়ী ঠিকানা। বিজ্ঞাপনের শুটিংয়ে মোটা অঙ্কের টাকা খুইয়েছেন অভিনেত্রী। সেই বিষয়ে কী জানাচ্ছেন অদ্রিজা রায়?

Adrija Roy: বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ অদ্রিজা রায়। টলিপাড়ার গণ্ডি পেরিয়ে এখন মায়ানগরীই তাঁর স্থায়ী ঠিকানা। বিজ্ঞাপনের শুটিংয়ে মোটা অঙ্কের টাকা খুইয়েছেন অভিনেত্রী। সেই বিষয়ে কী জানাচ্ছেন অদ্রিজা রায়?

author-image
Kasturi Kundu
New Update
কী ভাবে মোটা টাকা খোয়ালেন অদ্রিজা?

কী ভাবে মোটা টাকা খোয়ালেন অদ্রিজা?

Adrija Roy Ad Payment Scam: পেজ ৩-এর খবরে প্রায়ই উঠে আসে রূপোলি দুনিয়ার তারকাদের প্রতারণার খবর। সম্প্রতি দিল্লি ঘুরতে গিয়ে আর্থিক প্রতারণার কবলে পড়েছিলেন বাঙালি অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। এবার মোটা অঙ্কের টাকা খোয়ালেন আরও এক বঙ্গতনয়া, অদ্রিজা রায়। যদিও এই মুহূর্তে তাঁর ঠিকানা মায়ানগরী মুম্বই। 'অনুপমা' ধারাবাহিকে কাজের সুযোগ পেয়েছেন। কিন্তু, ২০২৪ সালটা মোটেই খুব একটা ভাল কাটেনি। সেই বিষয়ে ঘুণাক্ষরেও কাউকে কিছু টের পেতে দেননি। কিন্তু, একটি জাতীয় স্তরের সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ্যে আসে সেই খবর। গত বছর ছ'লক্ষেরও বেশি টাকা খুইয়েছেন অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে অদ্রিজার সঙ্গে যোগাযোগ করা হলে খবরের সত্যতা স্বীকার করে নেন অভিনেত্রী। তিনি জানান, একটি বিজ্ঞাপনের শুটিং করেছিলেন গত অগাস্টে। কিন্তু, আজও সেই বকেয়া টাকা পাননি।

Advertisment

অদ্রিজা বলেন, 'আমরা ২৫ জন একটি বিজ্ঞাপনের শুট করেছিলাম। প্রত্যেকেই প্রতারণার শিকার। চুক্তি অনুযায়ী যাঁর যা পাওয়ার কথা সেটা পায়নি। আসলে আমারও কিছুটা গাফিলতি আছে। পাওনা টাকা সময় মতো আদায় করতেও ভুলে যাই। তারপর পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।' শুটিংয়ের পুরো টাকাই খোয়া গিয়েছে? উত্তরে অদ্রিজা বলেন, কাজ শেষ হওয়ার পর ৫০ হাজার টকা দিয়েছিল। তারপর থেকে আর কিছুই পাইনি।' ঘটনার এতদিন পর বিষয়টির কেন উত্থাপন? 

সেই প্রসঙ্গে অভিনেত্রীর সংযোজন, 'ওই বিজ্ঞাপনের শুটিংয়র জন্য যিনি যোগাযোগ করেছিলেন সেই সংযোগকারীর সঙ্গে অভিনেতাদের আপ্তসহায়কই যোগাযোগ করেছিলেন। টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা হয়নি। এরপর কয়েকজন অভিনেতার আপ্তসহায়ক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।' 

মিডিয়া রিপোর্ট মোতাবেক, তাঁদের অভিযোগের ভিত্তিতে চেম্বুর পুলিশ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পাওনা টাকা ফেরৎ পেতে আইনি পদক্ষেপ নিচ্ছেন অদ্রিজা? অভিনেত্রীর অকপট জবাব, 'একটানা শুটিং চলছে। আমার সত্যিই একদম সময় নেই। ম্যানেজারই বিষয়টা দেখছেন। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।'

Bengali Serial Bengali Television Bengali Actress Adrija Roy hindi serial Hindi Television