Kasturi Kundu
ওঙ্কার নিউজে ইন্টার্নশিপের মাধ্যমে জার্নালিজমে হাতেখড়ি। তার আগে অবশ্য কলেজে পড়ার সময় একটি হেলথ ম্যাগাজিন 'অ্যঞ্জেল'-এ ফ্রিল্যান্সিং করেছি। কলকাতা 24x7, Artage News, Asianet News, Ei Samay-এ বিনোদন বিভাগে দীর্ঘদিন কাজ করেছি। বর্তমানে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন (বাংলা)-এ কর্মরত। বিনোদন বিভাগে কাজ করতে আমার বরাবরই ভাল লাগে। আগামীতেও এই বিভাগেই উন্নতি করতে চাই।