scorecardresearch

কোভিডে আক্রান্ত টেলিনায়িকা অদ্রিজা ঘরবন্দি, পাল্টে গেল ‘মৌ এর বাড়ি’ সিরিয়ালের গল্প

অভিনেত্রীর অনুপস্থিতিতে বদলে গেল ধারাবাহিকের গল্প।

Adrija Roy, Covid-19 updates in Tollywood, মৌয়ের বাড়ি সিরিয়াল, অদ্রিজা রায়, করোনায় আক্রান্ত অদ্রিজা, bengali news today
অদ্রিজা রায়

রাজ্যে হু-হু করে বাড়ছে সংক্রমণের মাত্রা। গত কয়েকদিন মিলিয়ে গোটা রাজ্যে করোনা আক্রান্তের (West Bengal Covid Cases) সংখ্যা পেরিয়েছে ২৪ হাজার। নিঃসন্দেহে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। দেশে অতিমারীর তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই ভয়ানক পরিমাণে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে একাধিক রাজ্যে। বাংলার পরিস্থিতিও ভাবাচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিনিয়ত তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে। এবার কোভিডে আক্রান্ত টেলিপাড়ার নায়িকা অদ্রিজা রায় (Adrija Roy)।

দিন কয়েক আগেই অদ্রিজা করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর বাড়ির পরিচারকরাও কোভিডে আক্রান্ত। গোড়ার দিকে জ্বর, সর্দি-কাশি, ব্যথা-বেদনায় কাবু হয়ে পড়লেও এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। বাড়িতে নিভৃতাবাসে রয়েছেন। অদ্রিজার করোনা হওয়ায় তাঁকে ছাড়াই চলছে ‘মৌ এর বাড়ি’ সিরিয়ালের কাজ। মেগার মুখ্য অভিনেত্রী-ই যখন অনুপস্থিত কোভিডে আক্রান্ত হয়ে, তখন ধারাবাহিকের নির্মাতারও পড়েছেন বেজায় বিপাকে। অতঃপর গল্প বদলাতে বাধ্য হয়েছেন তাঁরা।

[আরও পড়ুন: রাত-বিরেতে সামান্থার বাড়িতে চুরি করতে গিয়ে বিপাকে অক্ষয়, পুলিশ ডাকাডাকি! তারপর?]

কোভিডে আক্রান্ত অদ্রিজার অনুপস্থিতিতে কালার্স বাংলার ‘মৌ এর বাড়ি’ সিরিয়ালে নয়া টুইস্ট! গল্পে এল দারুণ পরিবর্তন। সংশ্লিষ্ট চ্যানেলে সেই সিরিয়ালের প্রচারেই তা ঠাহর করা গেল। নয়া পোস্টারে লেখা- এই ছবিটি মৌয়ের। গত সপ্তাহ থেকেই নিখোঁজ। এদিকে অসুস্থ বাবা হাসপাতালে। এটা আসলে কিছুই না! সিরিয়ালের গল্পে যে পরিবর্তন এসেছে, তারই প্রচার। আর এই অভিনব প্রচারের প্রশংসাও করেছেন অনেকে।

উল্লেখ্য, অদ্রিজার পাশাপাশি নায়িকার প্রেমিক ক্রুশল আহুজার কোভিড রিপোর্টও পজিটিভ এসেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Adrija roy tested covid positive new twist in mou er bari serial