/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/adrit.jpg)
adrit-Kaushambi: ছেলের বউকে নিয়ে কী বললেন আদৃতের বাবা?
Adrit - Kaushambi: আদৃত এবং কৌশাম্বিকে নিয়ে আলোচনা যেন শেষ হচ্ছে না। তারকা দম্পতি হানিমুন থেকে ফিরতেই আদৃতের জন্মদিন উদযাপন উপলক্ষে ব্যস্ত ছিলেন তাঁর ভক্তরা। নতুন সংসারে কৌশাম্বি এখন কেমন আছেন, সেই নিয়েই মুখ খুললেন আদৃতের বাবা।
নতুন সংসারে ছেলের বউকে নিয়ে সুখী তো আদৃতের পরিবার? অভিনেতা গতকাল নিজের জন্মদিনে অনেকখানি সময় একসঙ্গে কাটিয়েছেন তার ভক্তদের সঙ্গে। সেখানেই উপস্থিত ছিলেন তার বাবাও। এক সাক্ষাৎকারে তিনিও ছেলের বৌমাকে নিয়ে বললেন নানা কথা! ছেলের বিয়ে প্রসঙ্গে অভিনেতার বাবা বলেন...
"ছেলে বড় হয়েছে, যাকে পছন্দ তাঁকে বিয়ে করবে। আমরা কেন তাঁকে বাঁধা দেব।" এরপরই অভিনেতা আদৃত জানান, আগে ও আমার সবথেকে প্রিয় ছিল। এখন আমার গোটা পরিবারের খুব কাছের। বিশেষ করে বাবার খুব কাছের ও। আমি কিছু ভুলে গেলেও বাবার ওকে ভুলতে ভুল হয় না।"
এরপরই বৌমা কৌশাম্বির গুণের তারিফ করতে ভুল হয় না তাঁর। আদৃতের বাবা ছেলের বউকে নিয়ে যা যা বললেন তাতে একথা পরিষ্কার কোনও দ্বৈত মন্তব্যের জায়গা নেই! তিনি বলেন...
"ও সবসময় আমার মেয়ের মত। আমার ভীষণ প্রিয় একজন মানুষ। ওর মধ্যে যে গুণ রয়েছে সেটা আমার সবসময় ভাল লাগে। খুব আন্তরিকতা আছে। আমায় জিজ্ঞেস করে, আঙ্কেল খেয়েছ? ওটা করেছ, এটা করেছ? আর এগুলোই তো খুব দরকার! খুব অল্প সময়ের মধ্যে আমার পরিবারকে আপন করে নিয়েছে ও।"
একদিকে, যখন আদৃত ব্যস্ত তাঁর নতুন ছবি নিয়ে। কৌশাম্বি অনেকদিন ধরেই ফুলকি ধারাবাহিকে পারমিতার চরিত্রে অভিনয় করছেন।