যোধপুরের উমিদ ভবন প্যালেসে প্রথম দফা বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে ১ ডিসেম্বর। তবে, সেটি ছিল খ্রিষ্টান মতে বিয়ে। কিন্তু, দেশি গার্লের বিগফ্যাট ওয়েডিং কীভাবে এত তাড়াতাড়ি শেষ হয়! হচ্ছেও না। তাই, রাতীমতো ঘটা করে ২ ডিসেম্বর হিন্দু মতে বিয়ে সারলেন দেশী গার্ল এবং মার্কিন পপ তারকা নিক জোনাস। রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই প্রিয়াঙ্কার বিয়ে ঘিরে এই মুহূর্তে সরগরম বি-টাউন। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল প্রিয়াঙ্কা-নিকের মেহেন্দির ছবি।
আরও পড়ুন: চূড়ান্ত হিপোক্রেসি! বাজি পুড়িয়ে ট্রোল প্রিয়াঙ্কা
রিপোর্ট অনুযায়ী, গোলাপী রঙা লেহেঙ্গায় সেজেছিলেন পিগি চপস। এদিন সকালে নিতা আম্বানি, মুকেশ আম্বানির সঙ্গে যোধপুরে হাজির হয়েছিলেন অনন্ত ও ইশা আম্বানিও। গণেশ হেগ্রে, সন্দীপ খোসলা, অর্পিতা খান, ব্রিটিশ টেলিভিশন তারকা জাসমিন ওয়ালিয়া, হলিউড অভিনেত্রী এলিজাবেথ উপস্থিত ছিলেন এদিনের বিয়ের অনুষ্ঠানে।
শুধু তাই নয়, বিয়ের আগে নাচ-গানের একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করেন দুই তারকার পরিবারই। রইল সেই অনুষ্ঠানের কিছু ঝলক-
মেট গালা ২০১৭-তে প্রথম পরিচয় হয় প্রিয়াঙ্কা-নিকের। এরপরই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন দানা বাঁধে বি টাউনে। এই জল্পনা ইতি হয় নিকের পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানেই প্রথম তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এরপর অবশেষে গাঁটছাড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস।
তবে বিয়ের পরই নেটিজেনদের কোপে পড়তে হয়েছে নতুন দম্পতিকে। গোল বাঁধতে শুরু করে সোশাল মিডিয়ায় প্রিয়াঙ্কা-নিকের বিয়ের দিনের একটি ভিডিও থেকে। শনিবার যোধপুরের আকাশে আতসবাজির রোশনাইয়ে বিয়ের আনন্দে মেতেছিল তারকার পরিবার। সে মুহূর্ত ক্যামেরা বন্দি করে সংবাদ সংস্থা এএনআই। আর সেই ভিডিও দেখেই রীতিমতো রেগে যান নেট জনতা। পাঁচ বছর বয়স থেকে পিগির শ্বাসকষ্ট, এই কথা বলেই দীপাবলিতে আসতবাজি বিরুদ্ধে সরব হয়েছিলেন নায়িকা। অথচ নিজের বিয়েতে সম্পূর্ণ অন্য কাজ করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। নেটদুনিয়া হাতিয়ার করেছে প্রিয়াঙ্কার সেই ক্যাম্পেনকেই।
তবে যাই হোক, অন্যদিকে প্রিয়াঙ্কা নিককে বিয়ের শুভেচ্ছাবার্তা জানাতেও ভোলেনি অনুরাগীরা।