Advertisment

মোদীর পর, ম্যান ভার্সেস ওয়াইল্ডে কোন ভারতীয়?

ম্যান ভার্সের ওয়াইল্ড, বেয়ার গ্রিলের সঙ্গে এবার কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ ঘুরে দেখবেন জনপ্রিয় তারকা।

author-image
IE Bangla Web Desk
New Update
মোদীর পর এবার কে, তাই নিয়ে জল্পনা তুঙ্গে

মোদীর পর এবার কে, তাই নিয়ে জল্পনা তুঙ্গে

ফের ভারতে ব্রিটিশ ‘সারভাইভালিস্ট’ বেয়ার গ্রিলসের ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’-এর বিশেষ পর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবার দক্ষিণের জনপ্রিয় তারকাকে দেখা যাবে টেলিভিশন শো ম্যান ভার্সেস ওয়াইল্ডে। বেয়ার গ্রিলের সঙ্গে এবার কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ ঘুরে দেখবেন বিখ্যাত সেলিব্রিটি। তিনি আর কেউ নন থালাইভা অর্থাৎ রজনীকান্ত।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে একথা জানিয়েছেন রজনীকান্তের জনসংযোগ আধিকারিক। সূত্রের খবর, রজনীকান্ত চেন্নাই ফিরছেন মঙ্গলবার রাতে। দু'দিনের শুটিং রয়েছে কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভে।

আরও পড়ুন, গণেশ আচারিয়ার বিরুদ্ধে মহিলা কোরিওগ্রাফারকে কাজ থেকে বঞ্চিত করার অভিযোগ

তবে ডিসকভারি চ্যানেলের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের তরফে কোনও উত্তর মেলেনি। গত বছর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছিল জিম করবেট ন্যাশানাল পার্কে। উত্তরাখণ্ডে বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে মত্ত ছিলেন মোদী। বন্যপ্রাণী সংরক্ষণ ও আবহাওয়ার পরিবর্তন নিয়ে কথা বলেছিলেন তারা।

Man Vs Wild মোদীর পরে রজনীকান্ত, বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা যাবে শোয়ে।

আরও পড়ুন, নেপালে জোরকদমে চলছে ফেলুদার শুটিং

একটি বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, আমার জন্য, বিশ্বের দরবারে ভারতের সমৃদ্ধ পরিবেশের ঐতিহ্যকে প্রদর্শন করার ক্ষেত্রে এই শো একটা সুযোগ ছিল। পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপনের গুরুত্বের উপর চাপ দেওয়াটাও জরুরি ছিল। তাছাড়া জঙ্গলে সময় কাটানোর একটি দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে, তাও আবার বেয়ারের সঙ্গে, যাঁর প্রকৃতির অভিজ্ঞতা লাভের সন্ধানে নানা জায়গায় ঘুরে বেড়ানোটাই নেশা।"

পরে বেয়ার গ্রিলস দাবি করেছিলেন ম্যান ভার্সেস ওয়াইল্ডের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে 'বিশ্বের সবথেকে ট্রেন্ডিং টেলিভিশন পর্ব' ছিল মোদীর এপিসোড।

rajinikanth PM Narendra Modi
Advertisment