/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Neha-Dhupia.jpeg)
নেহা ধুপিয়া
রণবিজয় সিংয়ের (Rannvijay Singha) পর এবার জনপ্রিয় রিয়ালিটি শো 'রোডিস'-এর সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করলেন নেহা ধুপিয়া (Neha Dhupia)। দীর্ঘ কয়েক বছর ধরেই সঞ্চালক রণবিজয়ের পাশাপাশি শোয়ের বিচারক হিসেবে দেখা গিয়েছে অভিনেত্রীকেও। তবে এবার একপ্রকার বিরক্ত হয়েই 'রোডিস' ছাড়ার সিদ্ধান্ত নিলেন নেহা। মঙ্গলবার পত্রপাঠ জানিয়ে দিয়েছেন যে, জনপ্রিয় এই রিয়ালিটি শোয়ের সঙ্গে তাঁর আর কোনওরকম সম্পর্ক নেই।
২০১৬ সাল থেকে 'রোডিস' (Roadies 18)-এ কাজ করেছেন নেহা ধুপিয়া। সিনে কেরিয়ারে জনপ্রিয়তার গ্রাফ খুব একটা উর্ধ্বমুখী না হলেও এই শোয়ের সুবাদেই নেহা ধুপিয়া রাতারাতি 'টক অফ দ্য টাউন' হয়ে ওঠেন। গর্ভাবস্থায় যেমন শোয়ের শুটিং করেছেন, তেমনি মাতৃত্বের পাশাপাশি রোডিস-এর দায়িত্বও সামলেছেন। তবে মঙ্গলবার শোয়ের সঙ্গে গত ৬ বছরের সম্পর্কে ইতি টানলেন নেহা। একের পর এক তারকা শো ছেড়ে দেওয়ার পরই প্রশ্ন উঠছে।
ঠিক কী কারণে অভিনেত্রীর মনোক্ষুণ্ণ হয়েছে, তার যথাযথ কারণ না জানালেও এটা পরিস্কার যে, 'রোডিস'-এ বন্ধু রণবিজয়ের অনুপস্থিতি কিছুতেই মেনে নিতে পারছেন না নেহা। এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রীর মন্তব্য, "এবছর আমিও আর 'রোডিস'-এ থাকছি না। রণবিজয় আর এই শোয়ের অংশ নন, এটা মেনে নিতেই কষ্ট হচ্ছে। তবে কেন শো ছাড়লাম তার আসল কারণটা অবশ্যই রণবিজয় আর চ্যানেল জানে।"
<আরও পড়ুন: রণবীর কাপুরের ফুটবল ড্রিম টিমে শাহরুখ, সলমন, আমির! ‘গোলকিপার’ অমিতাভ>
প্রসঙ্গত, 'রোডিস ১৮'-এর সঞ্চালকের দায়িত্বে রয়েছেন সোনু সুদ (Sonu Sood)। কেরিয়ারের এই নতুন জার্নি নিয়ে বেজায় উচ্ছ্বসিত অভিনেতা। শোয়ের ফরম্যাটও একেবারে বদলে দিয়েছেন নির্মাতারা। শোয়ের নতুন মরসুমে সোনুর সঞ্চালনায় আফ্রিকার গভীর জঙ্গলে কঠিন টাস্কের মুখোমুখি হবেন প্রতিযোগীরা। দর্শকদের জন্য যে রোমহর্ষক সারপ্রাইজ থাকছে, সেটাই আগেভাগেই জানিয়ে দিয়েছেন নয়া সঞ্চালক সোনু। সেই প্রেক্ষিতে এবার প্রশ্ন উঠেছে, 'রোডিস'-এ সোনু সুদের আসা নিয়েই কি চ্যানেলের সঙ্গে গোলমাল বেঁধেছে রণবিজয়-নেহার? এই প্রসঙ্গে যদিও মুখে কুলুপ এঁটেছেন শোয়ের দুই প্রাক্তন বিচারক।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/neha1.jpg)
নেহার কথায়, তিনি চিরকালই এই শো-কে মনপ্রাণ দিয়ে ভালবেসে এসেছেন। কিন্তু তার নেপথ্যে একটা বড় কারণ ছিলেন রণবিজয় সিং। এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস-কে অভিনেত্রী জানিয়েছিলেন যে, রণবিজয় শো ছেড়ে দেওয়ায় খুব কষ্ট হচ্ছে। ও খুব ভাল বন্ধু আমার। ৬ বছর কাটিয়ে দিলাম এই শোয়ের সঙ্গে। রোডিস-এ সোনু ওর শূন্যস্থান পূরণ করবে ঠিকই, ওঁর সঙ্গেও আমার ভাল বন্ধুত্ব রয়েছে। কিন্তু বলে ঠিক বোঝাতে পারব না যে, রণবিজয় চলে যাওয়ায় কতটা খারাপ লাগছে। আমি এই শোয়ে আসার আগেও রোডিস দেখতাম শুধুমাত্র রণবিজয়ের জন্যই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন