/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/prosenjit-srijit-759.jpg)
বিদেশ থেকে ভারতে ফিরলেন সৃজিত-প্রসেনজিৎ। ফোটো- সোশাল মিডিয়া
দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই সাত থেকে দশদিনের জন্য আইসোলেশনে গেলেন সৃজিত-প্রসেনজিৎ। কলকাতা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ”আমরা সবাই ভালভাবে এসে গিয়েছি। যেহেতু বাইরে থেকে আসছি তাই বাড়ি ফিরে সাতদিনের জন্য বাকি সবার থেকে নিজেকে আলাদ রাখব। আমার ছেলেও লন্ডন থেকে ফিরে এসেছে। এখন কথা হয়নি ওর সঙ্গে, তবু সবাই ভাল আছে। সরকার যা যা বিধি নিষেধ দিয়েছে তা মেনে চলার চেষ্টা করছি।''
আরও পড়ুন, ‘ধর্ষকদের ফাঁসি একটা দৃষ্টান্ত! ৭ বছর নয় ৭ দিনে শাস্তির ব্যবস্থা করা হোক’
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও এ কথাই বলেছে সংবাদমাধ্যমকে। আফ্রিকার জোহানেসবার্গে আর একদিনের শুটিং বাকি ছিল। কিন্তু নির্দিষ্ট শেডিউলের আগে শেষ করা গেছে কাকাবাবুর শুট এবং দক্ষিণ আফ্রিকাতেও 'ন্যাশানাল ইমার্জেন্সি' জারি হয়েছে। সৃজিত বললেন, ''শুটিংটা শেষ করেই এলাম এটাই ভাল খবর। বিদেশ থেকে এসেছি তাই নিজেকে দশদিন আইসোলেশনে রাখব। রাজ্য সরকারের নির্দেশিকা মেনেই সমস্ত নিয়ম পালন করব। অনুরোধ করব যাঁরা বাইরে থেকে আসেননি তারাও নিজেদের কোয়ারেন্টাইনে রাখুন। করোনা যুদ্ধে এটাই মারাত্মক ফেজ।''
— Srijit Mukherji (@srijitspeaketh) March 19, 2020
আরও পড়ুন, দেশে ফিরেই স্বেচ্ছা আইসোলেশনে জিৎ-মিমি
এ ছবির বেশিরভাগটাই শুট হয়েছে দক্ষিণ আফ্রিকায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এবারের কাকাবাবু সিরিজ। আফ্রিকার কেনিয়ার জঙ্গলে শুটিং হবে এই ছবি। এর আগে এসভিএফের আরও একটা ছবির শুটিং হয়েছিল আফ্রিকায়। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’ ছবির। আফ্রিকার আবহাওয়ায় শঙ্কর রূপী দেবকে পর্দায় পছন্দ করেছিল দর্শক।
অন্যদিকে নিরাপত্তার কারণে বন্ধ হয়ে গিয়েছে টেলিপাড়ার শুটিং। বুধবার থেকে ৩০ মার্চ পর্যন্ত টালিগঞ্জের সমস্ত শুটিং বন্ধ থাকবে।ভারতে করোনার থাবা ক্রমশ বাড়ছে। বুধবার সকালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৯। ইতিমধ্যেই দেশে করোনা সংক্রমণে ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা মোকাবিলায় ষাটঊর্ধ্ব অতি সংকটজনকদের শরীরে এইচআইভি-র প্রতিষেধক প্রয়োগের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন