Advertisment
Presenting Partner
Desktop GIF

রূপার পর বাবুল, শেখর সুমন, ক্রমশ জোরালো হচ্ছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি

এবার মুখ খুললেন বাবুল সুপ্রিয় ও শেখর সুমন। ক্রমশই জোরালো হচ্ছে অভিনেতার অকাল মৃত্যুর তদন্তের দাবি। টুইটারে ট্রেন্ড করছে #cbiforsushant

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে সরগরম বলিউড থেকে রাজনৈতিক মহল।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় সিবিআই তদন্তের দাবি নিয়ে নেটিজেনরা সরব প্রথম থেকেই। কিছুদিন আগে এই দাবিতেই কথা বলেছেন অভিনেত্রী তথা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এবার এ বিষয়ে মুখ খুললেন বাবুল সুপ্রিয় এবং শেখর সুমন। ক্রমশই জোরালো হচ্ছে অভিনেতার অকাল মৃত্যুর তদন্তের দাবি। টুইটারে ট্রেন্ড করছে হ্যাশট্যাগ #cbiforsushant

Advertisment

ঘরের ছেলের মৃত্যুর তদন্তের দাবিতে কথা বলছেন অনেক বিহারবাসীও। এদিন বিজেপি সাংসদ তথা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয় টুইট করে লেখেন, "সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠছে, যেমন সুইসাইড নোট না থাকা এবং দায়িত্বশীল কিছু মানুষের অসংবেদনশীল মন্তব্য। যাঁরা সিবিআই তদন্তের দাবি তুলেছেন আমি তাঁদের সমর্থন করছি। কিন্তু তদন্ত চলাকালীন কোনও সিদ্ধান্তে না পৌঁছে যাওয়াই শ্রেয়।"

26, 2020

কিছুদিন আগেই রূপা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “ময়নাতদন্তের সময় কি শরীরে কোনও বিষের উপস্থিতি মিলেছে? সিসিটিভি ফুটেজের পরীক্ষা কি হয়েছে? দেখা গিয়েছে যে ঘরে কেউ ঢোকেনি? পুলিশ কিছু না করেই একে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে না। কোনও সুইসাইড নোটও তো পাওয়া যায়নি।”

আরও পড়ুন, সুশান্তের বাবার সঙ্গে দেখা করলাম, আর কী বা করতে পারি: নানা পাটেকর

অন্যদিকে অভিনেতা তথা টেলিভিশন ব্যক্তিত্ব শেখর সুমন এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করবেন বলে জানান। টুইট করে তিনি লেখেন, "আমি পাটনা যাচ্ছি সুশান্তের বাবার সঙ্গে দেখা করতে ও সুশান্তকে শেষ শ্রদ্ধা জানাতে। আমি নীতিশ কুমারের সঙ্গে দেখাও করে ফ্যানেদের তোলা সিবিআই তদন্তের দাবির কথা জানাব।''

28, 2020

25, 2020

আরও পড়ুন, ‘ভাই যেখানেই থাকিস সবসময় খুশি থাকিস’, সুশান্তকে নিয়ে পোস্ট দিদি শ্বেতার

এক নয়, একাধিক টুইট করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের দাবি করেছেন শেখর সুমন। সেইসঙ্গে জানিয়েছেন, তিনি আগেই সন্দেহ করেছিলেন যে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলেই ঘোষণা করা হবে। এই কাহিনী আগেই রচিত হয়ে যায় বলে দাবি করেছেন তিনি।

প্রসঙ্গত, রবিবার সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করতে বিহারে অভিনেতার বাড়িতে যান বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Babul Supriyo Sushant Singh Rajput cbi bollywood
Advertisment