/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/sheil-sagar.jpg)
প্রয়াত তরুণ শিল্পী শেইল সাগর
কলকাতায় শো করতে এসে কফিনবন্দি হয়ে মুম্বই ফিরেছেন কেকে। তাঁর এই আকস্মিক প্রয়াণের শোক কিছুতেই যেন ভুলতে পারছে না সঙ্গীতমহল। বৃহস্পতিবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুম্বইয়ে। আর কেকে-র মৃত্যুর শোকের রেশ কাটতে না কাটতেই আরও এক শিল্পী-বিয়োগ বলিপাড়ায়। অকালেই ঝরে গেলেন শেইল সাগরের মতো তরুণ গায়ক।
শেইলের বয়স ২২। বুধবার গায়ক শেইল(Sheil Sagar Passes Away) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০২১ সালে সিঙ্গলস 'ইফ আই ট্রায়েড'-এর হাত ধরেই খ্যাতি পেয়েছিলেন তিনি। তারপর আরেকটা হিট 'বিফোর ইট গোস', এরপর 'স্টিল', 'মিস্টার মোবাইল ম্যান- লাইভ'।
<আরও পড়ুন: ‘কলকাতা KK-কে মেরে ফেলল’, CBI তদন্তের দাবি বলিউড অভিনেত্রীর>
Today is a sad day.. first KK and then this beautiful budding musician who had we in awe with his rendition of my favourite song #wickedgames.. may you rest in peace #SheilSagar. https://t.co/x3n93WlitS
— Viraj Kalra (@virajkalra) June 1, 2022
গান গাওয়ার পাশাপাশি পিয়ানো, গিটার, স্যাক্সোফোনও দারুণ বাজাতে পারতেন শেইল। শুধু তাই নয়, হংসরাজ কলেজের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। আর তার মতো তরতাজা একটা প্রাণও বিদায় নিল ইহলোক থেকে।
শেইল সাগরের মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসার পর থেকেই শোকের ছায়া বিনোদুনিয়ায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন