প্রতিটি হৃদয়ের ভিন্ন ঠিকানা কেন থাকে, পরিচালকের এই হেঁয়ালির উত্তর পাওয়া গেল শেষমেষ। চারটি আলাদা গল্প। কিন্তু একই সুতোয় বাঁধা। এক বৃদ্ধ-বৃদ্ধা পালাচ্ছেন অজানার উদ্দেশে। একটা জুটি একসঙ্গে কিছু নতুন করার পাগলামো জুড়েছে। আবার কোথাও কোনও মেয়ে তার অনস্ক্রিন ক্রাশকে নিয়েই মেতে বাস্তবে। প্রতীম ডি গুপ্তা তাঁর নতুন ছবি আহারে মনে এই দুর্বোধ্য মনের ঠিকানা খুঁজেছেন।
Advertisment
ছবির ট্রেলার অন্তত সেই কথাই বলছে। টিজারে চিত্রাঙ্গদা চক্রবর্তীর চরিত্রের অনেকটাই গোপন রেখেছিলেন পরিচালক। ট্রেলারে কিছুটা স্পষ্ট সে ছবি। প্রতীম ডি গুপ্তার আগের ছবির মতোই এ ছবির ট্রেলারেও পুরোদস্তুর চকচকে ফ্রেম, ঝকঝকে ছবি। তবে রহস্য বজায় রেখেছেন তিনি। একলা মন ও অচেনা মনের মিল হবে কিনা সে প্রশ্নের উত্তর মেলেনি। জানতে দেননি খেয়ালি মন আর পাগল মনের অভিসন্ধিও।
কলকাতার একটি রেস্তোঁরায় হয়ে গেল আহারে মনের ট্রেলার লঞ্চ
এদিন কলকাতার একটি রেস্তোঁরায় হয়ে গেল আহারে মনের ট্রেলার লঞ্চ। অনুষ্ঠানে ঋত্বিক, পাওলি সহ হাজির ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরা।
মাছের ঝোলের পর আহারে মন ছবিতেও পাওলি-ঋত্বিককে কাস্ট করেছেন প্রতীম। ছবিতে সংগীত পরিচালনা করেছেন নীল দত্ত। আর গানগুলি লিখেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং কবি শ্রীজাত। আগামী ২৯ জুন আহারে মনের মুক্তি।