ফের রণংদেহী মেজাজে কঙ্গনা রানাউত। পর্দার 'ঝাঁসির রানি' এবার আমির খানের (Aamir Khan) ওপর বাক্যবাণ নিয়ে চড়াও হলেন। সামনেই 'লাল সিং চাড্ডা'র রিলিজ। আর তার আগে আমিরের এই বিগ বাজেট ম্যাগনাম অপাস নিয়ে তর্ক-বিতর্কের অন্ত নেই! যা নিয়ে মিস্টার পারফেরকশনিস্টের মন্তব্য, "ভারত আমারও দেশ। ঘৃণা ছড়াবেন না।" এবার সেই প্রসঙ্গ উসকেই বিতর্কে ঘি ঢাললেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
প্রসঙ্গত, 'লাল সিং চাড্ডা' বয়কটের ডাক তুলেছেন নেটদুনিয়ার একাংশ। প্রশ্ন উঠেছে, আমিরের দেশপ্রেম নিয়েও। কারণ বছর খানেক আগে এক সাক্ষাৎকারে অভিনেতা, ভয়ে-ঘৃণায় দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা বলেছিলেন। সেই প্রসঙ্গ টেনেই দর্শকদের একাংশ আমিরের আসন্ন সিনেমাকে বয়কটের ডাক দিয়েছেন। সেই বিতর্কে আমিরকে বিঁধে কঙ্গনা রানাউতের মন্তব্য, "আমার মনে হয়, লাল সিং চাড্ডা নিয়ে যত নেতিবাচক প্রচার হচ্ছে, কিংবা বিতর্কের সৃষ্টি হচ্ছে, সেগুলো আমির খান নিজেই খুব পারদর্শীতার সৃষ্টি করছেন।"
এখানেই অবশ্য থামেননি বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন। বলিউড বনাম দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি যুদ্ধের প্রসঙ্গ টেনেও কঙ্গনা বলেন, "একটা কমেডি সিক্যুয়েল ছাড়া এবছর আর কোনও হিন্দি ছবিই ভাল চলেনি। ভারতীয় সংস্কৃতির মজ্জায় এখন শুধু দক্ষিণী সিনেমা ঢুকে গিয়েছে। কিংবা আঞ্চলিক স্বাদে বেশি মেতেছেন দর্শকরা। আর হলিউড ছবির রিমেক তো চলেইনি। যার জেরে এখন এরা ভারতকে অসহ্য বলে মনে করছে। আসলে দর্শকদের নাড়িটা ঠিকঠাক বুঝতে পারছে না হিন্দি সিনেমা। সবার আগে এটা বোঝা দরকার।"
<আরও পড়ুন: ডিভোর্স! তাতে কি? নিয়ম মেনে সপ্তাহে প্রাক্তন ২ স্ত্রীয়ের সঙ্গে দেখা করেন আমির>
জাত-ধর্ম নিয়ে আমির খানকে আগেও কটাক্ষ করেছিলেন কঙ্গনা। এবারও তার অন্যথা হয়নি। এবারও নায়িকা বলেন, "হিন্দু-মুসলিম করে কোনও লাভ নেই। পিকে-র মতো হিন্দুফোবিক সিনেমা বানিয়ে কিংবা ভারতে অসহ্য দেশের তকমা দিয়েও আমির খানের অনেক সিনেমা হিট করেছে। তাই দয়া করে ধর্ম কিংবা দর্শন কপচানো বন্ধ করুন। এঁদের বাজে সিনেমা কিংবা খারাপ অভিনয় এতে করে চাপা পড়ে যাচ্ছে।" আমিরকে বিঁধে কঙ্গনার এমন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। তবে কন্ট্রোভার্সি ক্যুইন-কে নিয়ে নির্বাক অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন