Ahona Dutta Wedding Moment: 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে 'মিশকা' ছোট পর্দার দর্শকের অত্যন্ত পছন্দের একটি চরিত্র। রাজ চক্রবর্তীর হাত ধরে সন্তানের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে গতবছর। সেখানেও ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় দর্শকের দিল জিতে নিয়েছেন অহনা দত্ত। নতুন বছরে সকলকে চমকে দিয়ে জানান, একবছর আগেই মনের মানুষ দীপঙ্করের সঙ্গে রেজেস্ট্রি সেরে ফেলেছেন।
শুধু সইসাবুত করে বিয়ে নয়, পরনে গর্জাস শাড়ি, শাঁখা-সিঁদুর পরে নববধূর সাজে সেজেছিলেন অহনা। একে অপরকে জড়িয়ে আদরে-সোহাগে প্রেমের সাগরে ডুব দিয়েছিলেন দীপঙ্কর-অহনা। আদ্যোপান্ত বাঙালি সাজেই বিয়ের দিন নজর কেড়েছিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। দীপঙ্করের পরনে ছিল পঞ্জাবি। জীবনের নতুন অধ্যায় শুরুর দিনে তুই থেকে তুমিতে পরিণত হওয়ার মুহূর্তে ব্যাকগ্রাউন্ডের লেখা, হ্যাশট্যাগ 'তুই আমার-তুমি আমার'।
বছরের প্রথমদিন অহনা দত্তের প্রোফাইলে চোখ রেখে তাজ্জব বনে যায় তাঁর ভক্তরা। এ কোন অহনা! লাল পাড় গরদের শাড়ি, গা ভর্তি গয়না, সিঁথিতে চওড়া সিঁদুর আর হাতে শাঁখা-পলা। দোসর মুখের ওই মিষ্টি হাসিখানা। কখনও দীপঙ্করের বাহুলগ্না তো কখনও ভালবাসার মানুষের গালে আলতো চুমু অহনার। বিয়ের দিনও কিন্তু ক্যামেরায় ধরা পড়েছে তাঁদের চোখে চোখে ভালবাসার সেই বিষশেষ মুহূর্ত।
স্ত্রী হিসেবে অহনাকে পেয়ে জড়িয়ে ধরেই ক্যামেরায় পোজ দীপঙ্করের। মিষ্টি মুহূর্তের এই ছবিগুলো শেয়ার করতেই ভালবাসা-শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অহনার ভক্তরা। এছাড়াও ইন্ডাস্ট্রির সহকর্মী রূপাঞ্জনা মিত্র, সুদীপা চট্টোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন।
জীবনের সেই বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে অহনা লেখেন, 13.12.2023। অর্থাৎ ১৩ ডিসেম্বরই মিস টু মিসেস হয়েছেন অহনা। রপকথার বিয়ের ছবি নয়, বিবাহ অভিযানের একটি ভিডিও-ও সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন অহনা। নতুন বছরে জীবনের সুখের মুহূর্ত শেয়ার করে 'হ্যাপি নিউ ইয়ার' জানিয়েছেন অহনা।
ক্যাপশনে আবেগতাড়িত হয়ে লিখেছেন, 'প্রায় এক বছর আগে আমরা রেজিস্ট্রি করি। একটা ৬৫০ sqft এর ভাড়া করা ফ্ল্যাটকে আমাদের ওয়েডিং ভ্যেনু বানাই এবং সঙ্গে থাকে দীপঙ্করের পরিবারের সকলে। ওঁর মা তখন জীবিত এবং উনি সেইদিন সবথেকে বেশি আনন্দে কেঁদেছিলেন। অহনা আরও লেখেন, তার সঙ্গে ছিল আমাদের এক্সটেন্ডেড পরিবার মেঘনা দি এবং শুভ দা এবং তাঁদের মা বাবা। সেইদিন আশীর্বাদ করার জন্য এই কজনের হাত উপস্থিত ছিল'।
অহনার সংযোজন, 'আমরা আমাদের মতো করে কিছু ছোট ছোট নিয়ম সেরেছিলাম। বিরিয়ানি খেয়েছিলাম দুপুরে। অফিসিয়ালি ম্যারেড স্টেটাস পেয়েছিলাম। তারপর একটা পুরো বছর কেটে গেল। আমার আর দীপঙ্করের মধ্যে বদলায়েনি কিছুই। হা একটু খুনশুটি আর ভালোবাসাটা বেড়ে গেছে এই যা। নতুন বছরে এই সুন্দর ভিডিওটা আমাদের আশীর্বাদ করার জন্য রইল। হ্যাপি নিউ ইয়ার'।